৭৮,০০০ টাকা বেতনে সরাসরি বন্যপ্রাণী ইনস্টিটিউটে চাকরির সুযোগ! কার কীভাবে আবেদন করবেন? (Wildlife Institute of India Recruitment 2025)

Wildlife Institute of India Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। The Wildlife Institute of India (WII)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন প্রোজেক্টর অধীনে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আসুন এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

The Wildlife Institute of India (WII) কর্তৃক বিভিন্ন প্রোজেক্টর অধীনে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। পদের নামগুলি নীচে উল্লেখ করা হল।

1. Project Scientist III

2. Junior Veterinary Consultants

3. Principal Project Associate

4. Senior Project Associate

5. Project Associate I

6. Project Associate II

7. Field Worker

8. Project Assistant

আরও পড়ুন: Wildlife Institute of India Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে মোট ৩০টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদ নীচে উল্লেখ করা হল।

পদের নামশূন্যপদ
Project Scientist III
Junior Veterinary Consultants
Principal Project Associate
Senior Project Associate১০
Project Associate I
Project Associate II
Field Worker
Project Assistant

আরও পড়ুন: Indian Army: ৩৮১ শূন্যপদে ভারতীয় সেনার পক্ষ থেকে কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, জেনে নিন কারা কীভাবে আবেদন করবেন

বয়স সীমা (Age Limit)

পদ অনুযায়ী বয়স সীমা নীচে উল্লেখ করা হল।

পদের নামবয়স সীমা
Project Scientist III40 years
Junior Veterinary Consultants35 years
Principal Project Associate40 years
Senior Project Associate40 years
Project Associate I35 years
Project Associate II35 years
Field Worker35 years
Project Assistant35 years

আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? কোন দিন কী পরীক্ষা? জেনে নিন বিস্তারিত

বেতন (Salary)

পদ অনুযায়ী বেতন ক্রম নীচে উল্লেখ করা হল।

  • Project Scientist III পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৭৮,০০০ টাকা হবে।
  • Junior Veterinary Consultants পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৭০,০০০ টাকা হবে।
  • Principal Project Associate পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৪৯,০০০ টাকা হবে।
  • Senior Project Associate পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৪২,০০০ টাকা হবে।
  • Project Associate I পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৩১,০০০ টাকা হবে।
  • Project Associate II পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৩৫,০০০ টাকা হবে।
  • Field Worker পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ১৮,০০০ টাকা হবে।
  • Project Assistant পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ২০,০০০ টাকা হবে।

আরও পড়ুন: How To Join CBI

আবেদন প্রক্রিয়া (Application Process)

যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের যথাযথ স্বাক্ষর, সমস্ত স্ব-প্রত্যয়িত নথি এবং প্রসেসিং ফি সহ আবেদনপত্রটি Nodal Officer, Research Recruitment and Placement Cell, Wildlife Institute of India, Chandrabani, Dehradun – 248001 (Uttarakhand) এই ঠিকানায় পাঠাতে হবে।

আরও পড়ুন: Central Bank of India IT Officer Recruitment 2025

আবেদন ফি (Application Fee)

এই পদগুলিতে আবেদন করার জন্য General Category-এর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। SC/ST/OBC/EWS (Non-General Category) and Physically Challenged (PC) প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Wildlife Institute of India Recruitment 2025-এর উপরোক্ত পদগুলির জন্য নির্বাচন প্রক্রিয়ার বিবরণ নীচে দেওয়া হল:

  • Online Interview

আরও পড়ুন: Coal India Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এখানে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।

  • Project Scientist III পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BVSc + মাস্টার্স / MVSc বা পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
  • Junior Veterinary Consultants পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BVSc বা MVSc ডিগ্রি থাকতে হবে।
  • Principal Project Associate পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Natural Sciences (Wildlife Science/Zoology/Ecology/ Environmental Sciences/Geoinformatics) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Senior Project Associate পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Natural Sciences (Wildlife Science/Zoology/Ecology/ Environmental Sciences/Geoinformatics) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Project Associate I পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বা কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি/ এমভিএসসি বা ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি বা মেডিসিনে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • Project Associate II পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বা কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি/ এমভিএসসি বা ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি বা মেডিসিনে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • Field Worker পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • Project Assistant পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc./ প্রকৌশল ও প্রযুক্তিতে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: ONGC Associate Consultant Recruitment 2025

আবেদনের শেষ তারিখ (Last date of application)

২৬ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আরও পড়ুন: Anandadhara Prakalpa Recruitment 2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here

আরও পড়ুন: Kolkata High Court Recruitment 2025

Leave a Comment