বর্তমানে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কোনো কিছু কিনতে গেলে হাজার বার চিন্তা করতে হয়। এছাড়াও নতুন প্রযুক্তি আসার ফলে ভারতের অর্থনীতির পরিবর্তনও দ্রুত হারে হচ্ছে। বিভিন্ন সমীক্ষা থেকে জানা যাচ্ছে, হাজার হাজার চাকরি চলে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার ফলে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে, বর্তমানের তরুণ প্রজন্মরা এখন ভাবতে বসেছেন যে স্নাতক পাস করার পর কোন পেশা বেছে নিলে সফল হওয়া সম্ভব।
ভারতের জীবনযাত্রার খরচের মান পশ্চিমি দেশগুলির তুলনায় অনেকটাই কম। তা হলেও সময়ের সাথে সাথে ভারতেরও জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নতুন স্নাতকরা ভীষণভাবে প্রভাবিত হচ্ছেন।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারতের মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৪৯ শতাংশ। অক্টোবর মাসে তা বেড়ে গিয়ে ৬.২১ শতাংশতে পৌঁছেছিল। এক বছরের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ মূল্যস্ফীতির হার।
আরও পড়ুন: Punjab & Sind Bank BMC Recruitment 2025
বর্তমান দিনে যারা স্নাতক পাস করে রয়েছেন, তাদের ক্ষেত্রে আগেকার দিনের নিয়মের মতো কর্মজীবনের পথ বেছে নেওয়া সঠিক নাও হতে পারে। বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করলে, ভালোভাবে আর্থিক পরিকল্পনা করলে এবং ক্রমবর্ধমান শিল্পের উপর ফোকাস রাখলে তবেই ভালো পেশা বেছে নিয়ে কর্মজীবনকে আরও ভালো করা সম্ভব হবে। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির ফলে অনেক নতুন নতুন কাজের সুযোগ পাওয়া যায়। যারা নতুন নতুন দক্ষতা দ্রুত শিখে নিতে পারে তাদের জন্য আরও বেশি কাজের সুযোগ থাকে।
কলেজ পাস করার পর কর্মজীবন কীভাবে শুরু করলে সফলতা লাভ করা সম্ভব
বর্তমান সময়ে দ্রুত গতিতে প্রযুক্তির পরিবর্তন ঘটছে। এরকম সময়ে আর্থিক খাত, প্রযুক্তি খাত এবং কনসাল্টিং খাতে ভালো বেতনের চাকরির আশা স্নাতকরা রাখতেই পারেন। সূত্র মারফত জানা গিয়েছে, আইটি সেক্টরগুলি ২০২৫ অর্থবর্ষে ২০-২৫ শতাংশ নতুন স্নাতক নিয়োগ করতে পারে।
ইন্টারনেট অফ থিঙ্কস (আইওটি), জেনারেটিভ এআই, মেশিন লার্নিং, এআই-এর মতো নতুন প্রযুক্তি ডেটা অ্যানালাইসিস, সাইবার নিরাপত্তা, প্রোডাক্ট ম্যানেজমেন্টে চাকরির সুযোগ তৈরি হচ্ছে। এছাড়াও গ্লোবাল কোম্পানিগুলি ডিজিটাল পরিবর্তনের কারণে ২০২৫ সালে পুনরায় ৪০ শতাংশ নতুন স্নাতক নিয়োগ করতে পারে।
ফাইনান্স এবং ব্যাঙ্কিং সেক্টরগুলি যেমন ফিনান্সিয়াল কনসাল্টিং, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং এবং ফিনটেক-এ কাজের প্রথমেই বেশ ভালো বেতন দেওয়া হয়ে থাকে। এছাড়াও সারা বিশ্বজুড়ে বিমানে করে অনেক মানুষই যাতায়াত করে থাকেন সেই জন্য এভিয়েশন সেক্টরেও অনেক চাকরির সুযোগ আছে। কনসাল্টিং সংস্থাগুলি থেকেও ভালো অঙ্কের বেতন পাওয়া যায়। শুধু ভালো বেতনই নয় এই ক্ষেত্রগুলিতে কাজ করলে কর্মজীবনে দ্রুত বৃদ্ধির সুযোগও পাওয়া যাবে।
ক্যারিয়ারের প্রথম দিকে টাকা সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ
তরুণ পেশাদারদের মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য কর্মজীবনের প্রথম দিকে অর্থ সঞ্চয় করা খুবই জরুরী। শুধু ভালো বেতনের চাকরি পেলেই চলবে না সেই বেতন সঠিকভাবে খরচ করে সেখান থেকে টাকা সঞ্চয় করে রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমে তিন থেকে ছয় মাস বেশ কিছু টাকা উপার্জন করে নিয়ে সেই টাকা কোনো ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন বিকল্পে বিনিয়োগ করা উচিত। এগুলি মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষা করতেও সাহায্য করবে।
এগুলো ছাড়াও কোম্পানি থেকে দেওয়া অবসর তহবিল এবং স্বাস্থ্য বীমার মত সুবিধাগুলি ব্যবহার করেও অর্থ সঞ্চয় করা যেতে পারে। স্নাতকরা অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য পার্ট টাইম বা ফ্রিল্যান্সিংয়ের কাজও করতে পারেন।
আরও পড়ুন: TCL Recruitment 2025
ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য স্কিল ডেভেলপমেন্ট
বর্তমানের এই প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে প্রত্যেকের উচিত নতুন নতুন দক্ষতা শিখে নেওয়া এবং সেই স্কিল ডেভেলপমেন্ট করা। বিভিন্ন ডিজিটাল নলেজ, এআই/এমএল-এর মতো দক্ষতার চাহিদা বর্তমানে বেশ ভালোই রয়েছে।
এছাড়াও বর্তমানে কর্পোরেট কোম্পানিগুলি ডিগ্রির থেকেও বেশি দক্ষতা যাচাই করে থাকে। ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং, ইউএক্স ডিজাইনের মতো দক্ষতা থাকলে স্নাতকরা আরও বেশি সুবিধা পেতে পারবে।
ক্যারিয়ারের সঠিক পথ বেছে নিতে হবে
বর্তমানের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকের উচিত সঠিক ক্যারিয়ার বেছে নেওয়া। প্রযুক্তি খাত বিশেষত্ব সাইবার সিকিউরিটি বা এআই-এর মতো খাতে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ রয়েছে। বায়োটেকনোলজি, টেলিমেডিসিন-এর মতো ক্ষেত্রগুলিও বিজ্ঞানে স্নাতকদের জন্য একটি ভালো অপশন হতে পারে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট তৈরির মতো ক্যারিয়ারও ভালো অপশন হতে পারে। বর্তমানে বিভিন্ন কোম্পানিগুলি যেহেতু ডিজিটাল স্ট্র্যাটেজি ব্যবহার করে থাকে, সেই কারণে দক্ষ পেশাদারদের বেশ ভালোই চাহিদা রয়েছে।
বর্তমানের এই পরিবর্তনশীল প্রতিযোগিতার বাজারে একটি ভালো চাকরি বলতে চাকরির নিরাপত্তা, ভালো বেতন এবং ভবিষ্যতে আরও সফল হওয়াকেই বোঝায়। বর্তমানে বাজারে যে কাজের ট্রেন্ডিং রয়েছে সেটি রিচার্জ করে নিয়ে, সেই প্রাসঙ্গিক স্কিল শিখে নিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার সফলতা কেউ রুখতে পারবে না।