উত্তর দিনাজপুরে ডিস্ট্রিক্ট কোর্টে স্টেনোগ্রাফার নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত (Uttar Dinajpur District Court English Stenographer Recruitment 2025)

Uttar Dinajpur District Court Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তর দিনাজপুর জেলায় নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Office of the District Judge, Uttar Dinajpur at Raiganj কর্তৃক ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer) হিসাবে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে আবেদন করা যাবে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

উত্তর দিনাজপুর জেলায় কর্মী নিয়োগ করা হবে। Office of the District Judge, Uttar Dinajpur at Raiganj কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer) পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: SBI Trade Finance Officer Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে মোট তিনটি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে ১৮ বছরের বেশি হতে হবে।

৮২৫টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত (Rajkot Municipal Corporation Apprentice Recruitment 2025 Apply Online)

বেতন (Salary)

এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত হবে। EWS প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। OBC A/OBC B প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের https://uttardinajpurcourtrecruitment2024.in/-এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন: Airport Authority of India Recruitment 2025

এই পদে আবেদন করার জন্য নিম্নে উল্লিখিত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।

1. Age proof (like Madhyamik certificate)

2. Educational qualifications certificate

3. Recent passport-size photograph

4. Signature

5. OBC/EWS certificate

আরও পড়ুন: Wildlife Institute of India Recruitment 2025

আবেদন ফি (Application Fee)

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ ৬০০ টাকা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

Phase I: Screening Test- এখানে 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

Phase II: Dictation and Transcription- এই পর্বে, প্রার্থীদের একটি 5 মিনিটের নির্দেশনা দেওয়া হবে, যা তাদের অবশ্যই এক ঘন্টার জন্য শর্টহ্যান্ডে প্রতিলিপি করতে হবে। এই পরীক্ষাটি 100 নম্বরের হবে।

Phase III: Typing Test- প্রার্থীদের প্রতি মিনিটে 40 শব্দের গতিতে একটি পাণ্ডুলিপি থেকে টাইপ করতে হবে। এই পরীক্ষাটিও 100 নম্বরের হবে।

Personality Test and Computer Proficiency Test- যারা ফেজ II এবং ফেজ III কোয়ালিফাই করবে তাদের ব্যক্তিত্ব পরীক্ষা (30 নম্বর) এবং একটি কম্পিউটার দক্ষতা পরীক্ষা (20 নম্বর)-এর জন্য আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন: Indian Army: ৩৮১ শূন্যপদে ভারতীয় সেনার পক্ষ থেকে কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, জেনে নিন কারা কীভাবে আবেদন করবেন

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রতি মিনিটে ন্যূনতম 80 শব্দের শর্টহ্যান্ড গতি এবং প্রতি মিনিটে 40 শব্দের টাইপিং গতি থাকতে হবে।

আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? কোন দিন কী পরীক্ষা? জেনে নিন বিস্তারিত

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদের জন্য আবেদন প্রক্রিয়া ১১.০১.২০২৫ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২.০১.২০২৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: How To Join CBI

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here

আরও পড়ুন: Coal India Recruitment 2025

Leave a Comment