UGC Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। University Grants Commission (UGC), New Delhi-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউজিসি (UGC) কর্তৃক ইয়ং প্রফেশনাল (Young Professionals), সিনিয়র হিন্দি ট্রান্সলেটর (Senior Hindi Translator) এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (Junior Hindi Translator) পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
University Grants Commission (UGC), New Delhi-এর তরফ থেকে নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Young Professionals (Various Functions of the Commission), Senior Hindi Translator এবং Junior Hindi Translator পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Central Bank of India Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
সবগুলি পদ মিলিয়ে মোট ৫টি শূন্যপদ রয়েছে।
- ইয়ং প্রফেশনাল (Young Professionals) পদের জন্য ৩টি শূন্যপদ রয়েছে।
- সিনিয়র হিন্দি ট্রান্সলেটর (Senior Hindi Translator) পদের জন্য ১টি শূন্যপদ রয়েছে।
- জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (Junior Hindi Translator) পদের জন্য ১টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন: IOCL Recruitment 2025
বয়স সীমা (Age Limit)
- ইয়ং প্রফেশনাল (Young Professionals) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
- সিনিয়র হিন্দি ট্রান্সলেটর (Senior Hindi Translator) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
- জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (Junior Hindi Translator) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: RRB Group D Recruitment 2025
বেতন (Salary)
- Young Professionals (Various Functions of the Commission) পদে নিযুক্তদের বেতন ৬০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত হবে।
- Senior Hindi Translator পদে নিযুক্তদের বেতন ৫০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত হবে।
- Junior Hindi Translator পদে নিযুক্তদের বেতন ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত হবে।
আরও পড়ুন: CISF Constable Recruitment 2025
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদগুলির জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের University Grants Commission (UGC)-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ugc.ac.in/jobs-এ গিয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুন: WBSEDCL Recruitment 2025
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:
1. Skill Test
2. Interview
আরও পড়ুন: মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- ইয়ং প্রফেশনাল (Young Professionals) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- সিনিয়র হিন্দি ট্রান্সলেটর (Senior Hindi Translator) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক স্তরে বাধ্যতামূলক বিষয় হিসাবে হিন্দি বা ইংরেজি থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর অবশ্যই B.A এর তিন বছরেই প্রধান বিষয় হিসেবে হিন্দি ও ইংরেজি থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Diploma বা Certificate in Translation থাকতে হবে।
- জুনিয়র হিন্দি ট্রান্সলেটর (Junior Hindi Translator) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক স্তরে বাধ্যতামূলক বিষয় হিসাবে হিন্দি বা ইংরেজি থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর অবশ্যই B.A এর তিন বছরেই প্রধান বিষয় হিসেবে হিন্দি ও ইংরেজি থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Diploma বা Certificate in Translation থাকতে হবে।
আরও পড়ুন: Indian Coast Guard Navik Recruitment 2025
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ থেকে আগামী ১৫ দিন পর্যন্ত এই পদগুলির জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুন: DRDO Recruitment 2025
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |