UCO Bank Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইউকো ব্যাঙ্ক (UCO Bank)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউকো ব্যাঙ্ক (UCO Bank) লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৫০টি পদের জন্য এই নিয়োগ করা হবে। দেশের বেশ কিছু রাজ্যে এই নিয়োগ করা হবে। প্রার্থীরা যেকোনো একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
ইউকো ব্যাঙ্ক (UCO Bank)-এর তরফ থেকে নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে জেলার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে , বেতন প্রতিমাসে ১৩,৫০০ টাকা।
মোট শূন্যপদ (Total Vacancy)
মোট ২৫০টি পদের জন্য এই নিয়োগ করা হবে। একেক রাজ্যে একেক রকম শূন্যপদ রয়েছে। রাজ্য অনুযায়ী শূন্যপদ নীচে উল্লেখ করা হল।
(১) গুজরাতে মোট ৫৭টি শূন্যপদ রয়েছে।
(২) মহারাষ্ট্রে মোট ৭০টি শূন্যপদ রয়েছে।
(৩) আসামে মোট ৩০টি শূন্যপদ রয়েছে।
(৪) কর্ণাটকে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে।
(৫) ত্রিপুরায় মোট ১৩টি শূন্যপদ রয়েছে।
(৬) সিকিমে মোট ৬টি শূন্যপদ রয়েছে।
(৭) নাগাল্যান্ডে মোট ৫টি শূন্যপদ রয়েছে।
(৮) মেঘালয়ে মোট ৪টি শূন্যপদ রয়েছে।
(৯) কেরালাতে মোট ১৫টি শূন্যপদ রয়েছে।
(১০) তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে মোট ১৫টি শূন্যপদ রয়েছে।
(১১) জম্মু ও কাশ্মীরে মোট ৫টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন: HS Admit Card 2025
বয়স সীমা (Age Limit)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। ইউকো ব্যাঙ্ক (UCO Bank)-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ucobank.com/en/-এ গিয়ে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন: UGC Recruitment 2025
আবেদন ফি (Application Fee)
এই পদে আবেদন করার জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি বাবদ ৮৫০ টাকা জমা দিতে হবে। তবে অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৭৫ টাকা জমা দিতে হবে।
আরও পড়ুন: Central Bank of India Recruitment 2025
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ইউকো ব্যাঙ্কের লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নির্বাচন লিখিত পরীক্ষার ভিত্তিতে করা হবে। এই পরীক্ষায় ৩ ঘণ্টা সময় থাকবে। এই পরীক্ষাটিতে চারটি বিভাগ থেকে প্রশ্ন থাকবে।
- বিভাগ ক- Reasoning & Computer Aptitude
- বিভাগ খ- General/ Economy/ Banking Awareness
- বিভাগ গ- English Language
- বিভাগ ঘ- Data Analysis & Interpretation
আরও পড়ুন: IOCL Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও প্রার্থীরা যে রাজ্যে আবেদন করবেন, প্রার্থীদের সেই রাজ্যের আঞ্চলিক ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আরও পড়ুন: RRB Group D Recruitment 2025
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ১৬.০১.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৫.০২.২০২৫ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: WBSEDCL Recruitment 2025
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |