দক্ষিণ-পূর্ব-মধ্য ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত (South East Central Railway Recruitment 2025)

South East Central Railway Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। South East Central Railway (SECR)-এর তরফ থেকে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেলের তরফ থেকে PGT, TGT এবং PST টিচার নিয়োগ করা হবে। মোট ১৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। South East Central Railway Mixed Higher Secondary School, BMY-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্মন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

South East Central Railway (SECR) কর্তৃক South East Central Railway Mixed Higher Secondary School, BMY-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষক নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

  • PGT (English Medium) শিক্ষক নিয়োগ করা হবে। Mathematics, Physics, Chemistry, Commerce, English বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
  • TGT শিক্ষক নিয়োগ করা হবে। Hindi, Sanskrit, Social Studies, English, Computer, Physical Education বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
  • PST (English Medium) শিক্ষক নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Prasar Varati Recruitment 2025: ১ লক্ষ ২০ হাজার টাকা মাসিক বেতনে প্রসার ভারতীতে কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি বিষয় মিলিয়ে মোট ১৭টি শূন্যপদ রয়েছে।

পদের নামবিষয়শূন্যপদ
PGT (English Medium)Mathematics০১
Physics০১
Chemistry০১
Commerce০১
English০১
TGTHindi০১
Sanskrit০১
Social Studies০২
English০১
Computer
০১
Physical Education Teacher০১
PST (English Medium)০৫

আরও পড়ুন: SBI Job News: স্টেট ব্যাঙ্কে ক্লার্কের চাকরি, পরীক্ষা কবে?

বয়স সীমা (Age Limit)

উপরিউক্ত বিষয়গুলিতে শিক্ষক পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

  • PGT (English Medium) শিক্ষক পদে নিযুক্তদের বেতন প্রতি মাসে ২৭,৫০০ টাকা হবে।
  • TGT শিক্ষক পদে নিযুক্তদের বেতন প্রতি মাসে ২৬,২৫০ টাকা হবে।
  • PST (English Medium) শিক্ষক পদে নিযুক্তদের বেতন প্রতি মাসে ২১,২৫০ টাকা হবে।

আরও পড়ুন: ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতনে CPCL সংস্থায় চাকরির সুযোগ, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন আবেদন পত্রের সাথে প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলি নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকতে হবে।

  • পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত যোগ্যতার মূল শংসাপত্র
  • জন্মতারিখ প্রমাণের শংসাপত্র
  • অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে)

আরও পড়ুন: Indian Bank Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এখানে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।

  • PGT (English Medium) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে Regional College of Education of NCERT থেকে দুই বছরের ইন্টিগ্রেটেড স্নাতকোত্তর M.Sc কোর্স করে থাকতে হবে। অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Bachelor of Education (B.Ed) ডিগ্রি থাকতে হবে।
  • TGT (Hindi, Sanskrit, Social Studies, English, Computer, Physical Education Teacher) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ২ বছরের Diploma in Elementary Education (D.El.Ed) থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি কিংবা স্নাতকোত্তর ডিগ্রি এবং Bachelor of Education (B.Ed) থাকতে হবে। এর পাশাপাশি Teacher Eligibility Test (TET) পরীক্ষায় পাস করে থাকতে হবে।
  • PST (English Medium) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস বা এর সমতুল্য পরীক্ষায় ৫০% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। এর পাশাপাশি ২ বছরের Diploma in Elementary Education (D.El.Ed) থাকতে হবে। অথবা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা এর সমতুল্য পরীক্ষায় ৪৫% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। এর পাশাপাশি ২ বছরের Diploma in Elementary Education (D.El.Ed) থাকতে হবে। অথবা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা এর সমতুল্য পরীক্ষায় ৫০% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। এর পাশাপাশি ৪ বছরের Bachelor of Education (B.Ed) থাকতে হবে। অথবা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা এর সমতুল্য পরীক্ষায় ৫০% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। এর পাশাপাশি ২ বছরের Bachelor of Education (B.Ed) থাকতে হবে। এর পাশাপাশি Teacher Eligibility Test (TET) পরীক্ষায় পাস করে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: CBSE: পরীক্ষা বাতিল মোবাইল নিয়ে ধরা পড়লেই! শাস্তি ভুয়ো খবর ছড়ালে; বোর্ড পরীক্ষার আগে বড় ঘোষণা CBSE-র

ইন্টারভিউয়ের স্থান (Venue of Interview)

Mixed Higher Secondary School, Charoda, South East Central Railway.

আরও পড়ুন: AIIMS Kalyani Recruitment 2025

ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview)

  • Date of interview for PGT & PST: 19.02.2025
  • Date of interview for TGT (including PET): 20.02.2025

আরও পড়ুন: কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন প্রক্রিয়া সহ জেনে নিন বিস্তারিত (DIET Kolkata Guest Faculty Recruitment 2025)

এছাড়ারাও লেটেস্ট বাংলা খবর সবার আগে জানার জন্য ভিজিট করুন ‘Bangla Today‘ ওয়েবসাইটে।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here

আরও পড়ুন: Job News: MBMA সংস্থায় ট্রেনিং শেষে চাকরির সুযোগ, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

Read More:

৬,০০০ টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Samsung Galaxy 5G ফোন! জানুন দাম সহ বিস্তারিত

ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 13 Pro 5G, 50MP সেলফি ক্যামেরা এতে আর কী কী আছে?

Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?

লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে মাসে ৭০০০ টাকা ভাতা প্রত্যেক মহিলাকে দেবে মোদী সরকার, শুরু হলো আবেদন

২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল UGC; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও, দেখে নিন তালিকা

UGC: NET বাধ্যতামূলক নয় অধ্যাপক হতে গেলে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কী কী বদল আনছে ইউজিসি

Jio vs Airtel Recharge Plans: এক মাসের জন্য জিও নাকি এয়ারটেল কার রিচার্জ প্ল্যান বেশি সস্তা ও সুবিধাযুক্ত? রইলো বিস্তারিত

Leave a Comment