SBI PO Recruitment 2025: ৬০০টি স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ! কীভাবে নিয়োগ হবে? রইলো বিস্তারিত

SBI PO Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কিছুদিন আগেই State Bank of India (SBI)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Probationary Officers (PO) হিসেবে এখানে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যারা অনেকদিন ধরেই ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

State Bank of India (SBI) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

এখানে Probationary Officers (PO) পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: IDBI Bank BMO Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে মোট ৬০০টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১/০৪/২০২৪ তারিখের হিসাবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুন: ONGC Recruitment 2025

বেতন (Salary)

এখানে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের প্রারম্ভিক মূল বেতন মাসিক ৪৮,৪৮০ টাকা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নীচে উল্লেখ করা Apply Online-এর লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন: India Post Payments Bank Recruitment 2025

আবেদন ফি (Application Fee)

এখানে আবেদন করার জন্য General, OBC, EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ ৭৫০ টাকা দিতে হবে। তবে SC, ST, PH প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

  • Phase-I: Preliminary Examination
  • Phase-II: Main Examination
  • Phase-III: Comprise of (a) PSYCHOMETRIC TEST (b) GROUP EXERCISE (c) PERSONAL INTERVIEW

আরও পড়ুন: Central Bank of India Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification

এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

আরও পড়ুন: Uttar Dinajpur District Court English Stenographer Recruitment 2025

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ২৭.১২.২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬.০১.২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন: SBI Trade Finance Officer Recruitment 2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Apply OnlineClick Here
Official NotificationClick Here
Official WebsiteClick Here

আরও পড়ুন: ৮২৫টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত (Rajkot Municipal Corporation Apprentice Recruitment 2025 Apply Online)

Leave a Comment