SBI Job: লিখিত পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ লক্ষ টাকার অধিক বেতনে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

SBI Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) স্পেশালিস্ট ক্যাডার অফিসার (Specialist Cadre Officer) পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। State Bank of India (SBI) কর্তৃক প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখানে ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) এবং ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদের জন্য মোট ৪২টি শূন্যপদ রয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২৪.০২.২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

State Bank of India (SBI)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Manager (Data Scientist) এবং Deputy Manager (Data Scientist) পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: TCL Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে মোট ৪২টি শূন্যপদ রয়েছে। নীচে পদ অনুযায়ী শূন্যপদ উল্লেখ করা হলো।

পদের নামশূন্যপদ
Manager (Data Scientist)ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদের জন্য ১৩টি শূন্যপদ রয়েছে।
Deputy Manager (Data Scientist)ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদের জন্য ২৯টি শূন্যপদ রয়েছে।

আরও পড়ুন: PNB SO Recruitment 2025

বয়স সীমা (Age Limit)

পদ অনুযায়ী বয়স সীমা নীচে উল্লেখ করা হলো।

  • Manager (Data Scientist) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৩১.০৭.২০২৪ তারিখের হিসাবে নূন্যতম ২৬ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে।
  • Deputy Manager (Data Scientist) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৩১.০৭.২০২৪ তারিখের হিসাবে নূন্যতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

প্রতিটি পদের বেতন ক্রম ভিন্ন। পদ অনুযায়ী বেতন ক্রম নীচে উল্লেখ করা হলো।

  • ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদে নিযুক্ত কর্মীদের বেতন ক্রম ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা পর্যন্ত হবে।
  • ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) পদে নিযুক্ত কর্মীদের বেতন ক্রম ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত হবে।

আরও পড়ুন: IOCL AQCO Recruitment 2025

আবেদন প্রক্রিয়া (Application Process)

  • এই পদগুলির জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের প্রথমে State Bank of India (SBI)-এর অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers-এ যেতে হবে।
  • এরপর “Current Openings”-এ ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে “CRPD/SCO/2024-25/27” সিলেক্ট করতে হবে।
  • এরপরে নিজের নাম রেজিস্টার করতে হবে। তারপরে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় নথি সমূহ যেমন ছবি, স্বাক্ষর, আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করতে হবে।
  • এরপরে আবেদন ফি প্রদান করে ফর্মটি সাবমিট করতে হবে।
  • এরপরে ভবিষ্যতে ব্যবহারের জন্য আবেদন পত্রটির একটি প্রিন্ট আউট বার করে রাখতে হবে।

আবেদন ফি (Application Fee)

এই পদগুলিতে আবেদন করার জন্য General/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ ৭৫০ টাকা প্রদান করতে হবে। তবে SC/ST/PwBD প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা প্রদান করতে হবে না। ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা অন্যান্য অনলাইন মোডের মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইকরণের পরে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত যোগ্যতা যাচাই করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • Manager (Data Scientist) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের AICTE বা UGC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E. / B.Tech / M.Tech in Computer Science / IT / Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Data Science / AI & ML/ Equivalent degree in above disciplines / M Sc Data Sc / Msc (Statistics) / MA (Statistics) / M Stat / MCA যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
  • Deputy Manager (Data Scientist) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের AICTE বা UGC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E. / B.Tech / M.Tech in Computer Science / IT / Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Data Science / AI & ML/ Equivalent degree in above disciplines / M Sc Data Sc / Msc( Statistics) / MA (Statistics) / M Stat / MCA যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ০১.০২.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪.০২.২০২৫ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Comment