৩২,৪৩৮টি শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন (RRB Group D Recruitment 2025)

RRB Group D Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ভারতীয় রেল (Indian Railways)-এর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) RRB CEN No. 08/2024 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Railway Recruitment Board (RRB) কর্তৃক বিভিন্ন লেভেল-1 পদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি লেভেল-1 এর বিভিন্ন পদের জন্য মোট ৩২,৪৩৮টি শূন্যপদ রয়েছে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

7th CPC Pay Matrix-এর অধীনে বিভিন্ন লেভেল-1 পদে কর্মী নিয়োগ করা হবে। যেসমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি নীচে উল্লেখ করা হল।

1. Pointsman-B

2. Assistant (Track Machine)

3. Assistant (Bridge)

4. Track Maintainer Gr. IV

5. Assistant P-Way

6. Assistant (C&W)

7. Assistant TRD

8. Assistant (S&T)

9. Assistant Loco Shed (Diesel)

10. Assistant Loco Shed (Electrical)

11. Assistant Operations (Electrical)

12. Assistant TL & AC

13. Assistant TL & AC (Workshop)

14. Assistant (Workshop) (Mech)

আরও পড়ুন: CISF Constable Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে মোট ৩২,৪৩৮টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুন: WBSEDCL Recruitment 2025

বেতন (Salary)

এই পদগুলিতে নিযুক্ত কর্মীদের বেতন ১৮,০০০ টাকা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

  • RRB Group D Recruitment 2025-এর জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। Railway Recruitment Board (RRB)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা যেই জোনে আবেদন করতে ইচ্ছুক সেই জোনে আবেদন করতে পারবেন।
  • এর জন্য প্রথমে সেই জোনের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্টার করতে হবে।
  • তারপর সেখানে তাদের ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহযোগে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপরে ছবি, সিগনেচার এবং অন্যান্য প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • এরপরে আবেদন পত্র সম্পূর্ণ পূরণ করা হয়ে গেলে প্রার্থীদের আবেদন ফি প্রদান করতে হবে।
  • আবেদন ফি প্রদান করা হয়ে গেলে ফর্মটি সাবমিট করতে হবে।
  • এরপরে ভবিষ্যতে ব্যবহারের জন্য আবেদন পত্রটির একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

আরও পড়ুন: WBSEDCL Recruitment 2025

আবেদন ফি (Application Fee)

RRB Group D Recruitment 2025-এ আবেদন করার জন্য General/OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা প্রদান করতে হবে। তবে SC/ST/PWD/Women/Ex-Sm/Transgender/Minorities/Economically Backward প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা প্রদান করতে হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

1. Computer-Based Test- CBT

2. Physical Efficiency Test- PET

3. Medical Examination

4. Document Verification

আরও পড়ুন: Indian Coast Guard Navik Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

RRB Group D Recruitment 2025-এ আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাস করে থাকতে হবে বা ITI বা NCVT দ্বারা প্রদত্ত National Apprenticeship Certificate (NAC) থাকতে হবে।

আরও পড়ুন: DRDO Recruitment 2025

আবেদনের শেষ তারিখ (Last date of application)

RRB Group D Recruitment 2025-এর জন্য আবেদন প্রক্রিয়া ২৩.০১.২০২৫ তারিখ থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২.০২.২০২৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: South East Central Railway Recruitment 2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here

আরও পড়ুন: Prasar Varati Recruitment 2025: ১ লক্ষ ২০ হাজার টাকা মাসিক বেতনে প্রসার ভারতীতে কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

Leave a Comment