Punjab & Sind Bank BMC Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক (Punjab & Sind Bank)-এর তরফ থেকে বাথিন্দার জোনাল অফিস (Zonal Office in Bathinda) এবং বেরেলির জোনাল অফিস (Zonal Office in Bareilly)-এ Bank’s Medical Consultant পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক (Punjab & Sind Bank)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Bank’s Medical Consultant পদে কর্মী নিয়োগ করা হবে। নীচে বাথিন্দার জোনাল অফিস (Zonal Office in Bathinda) এবং বেরেলির জোনাল অফিস (Zonal Office in Bareilly)-এ Bank’s Medical Consultant পদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।
(1) Bank’s Medical Consultant at Zonal Office Bathinda
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- বাথিন্দার জোনাল অফিস (Zonal Office in Bathinda)-এ Bank’s Medical Consultant পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের General Medicine এ M.D পাস করে থাকতে হবে। এছাড়াও M.D পাস করার পর ৫ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
- বা, M.B.B.S/BHMS পাস করে থাকতে হবে। M.B.B.S/BHMS পাস করার পরে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
বেতন (Salary)
বাথিন্দার জোনাল অফিস (Zonal Office in Bathinda)-এ Bank’s Medical Consultant পদে নিযুক্তদের প্রতি ঘন্টায় ৮০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
বাথিন্দার জোনাল অফিস (Zonal Office in Bathinda)-এ Bank’s Medical Consultant পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের Annexure-I এ দেওয়া ফরম্যাটে আবেদন পত্র সহ প্যান/আধার কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং অভিজ্ঞতার শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড করা কপি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় অর্ডিনারি/স্পিড পোস্টের মাধ্যমে ১৩.০২.২০২৫ তারিখ বা তার আগে পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা (Address to send Application Form)
- The Zonal Manager,
Punjab & Sind Bank, Zonal Office Bathinda First Floor,
100 ft Road, Civil Station
Bathinda, Punjab-151001
(2) Bank’s Medical Consultant at Zonal Office Bareilly
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- বেরেলির জোনাল অফিস (Zonal Office in Bareilly)-এ Bank’s Medical Consultant পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের General Medicine এ M.D পাস করে থাকতে হবে। এছাড়াও M.D পাস করার পর ৫ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
- বা, M.B.B.S/BHMS পাস করে থাকতে হবে। M.B.B.S/BHMS পাস করার পরে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
বেতন (Salary)
বেরেলির জোনাল অফিস (Zonal Office in Bareilly)-এ Bank’s Medical Consultant পদে নিযুক্তদের প্রতি ঘন্টায় ৮০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
বেরেলির জোনাল অফিস (Zonal Office in Bareilly)-এ Bank’s Medical Consultant পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের Annexure-I এ দেওয়া ফরম্যাটে আবেদন পত্র সহ প্যান/আধার কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং অভিজ্ঞতার শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড করা কপি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় অর্ডিনারি/স্পিড পোস্টের মাধ্যমে ৩০.০১.২০২৫ তারিখ বা তার আগে পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা (Address to send Application Form)
- The Zonal Manager, Punjab & Sind Bank,
Zonal Office Bareilly 97/2,
Tulasherpur Pilibhit Bypass Road
Bareilly -243006
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
Punjab & Sind Bank Recruitment 2025-এ উপরোক্ত পদগুলির জন্য নির্বাচন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে। ইন্টারভিউয়ের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে প্রার্থীদের Punjab & Sind Bank-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification 1 | Click Here |
Official Notification 2 | Click Here |
Official Website | Click Here |