PNB SO Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) বিভিন্ন পদে স্পেশালিস্ট অফিসার (Specialist Officers) হিসাবে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Punjab National Bank (PNB) কর্তৃক বিভিন্ন পদে ৩৫০ জন Specialist Officers (SO) নিয়োগ করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)-এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি ০১.০৩.২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ০৩.০৩.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪.০৩.২০২৫ তারিখ পর্যন্ত। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Punjab National Bank (PNB)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
এখানে বিভিন্ন পদে ৩৫০ জন Specialist Officers (SO) নিয়োগ করা হবে। যে সমস্ত পদে নিয়োগ করা হবে তা নীচে উল্লেখ করা হলো।
1. Officer-Credit
2. Officer-Industry
3. Manager-IT
4. Senior Manager-IT
5. Manager-Data Scientist
6. Senior Manager-Data Scientist
7. Manager-Cyber Security
8. Senior Manager-Cyber Security
আরও পড়ুন: IOCL AQCO Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ৩৫০টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদ নীচে উল্লেখ করা হলো।
পদের নাম | শূন্যপদ |
Officer-Credit | ২৫০ |
Officer-Industry | ৭৫ |
Manager-IT | ৫ |
Senior Manager-IT | ৫ |
Manager-Data Scientist | ৩ |
Senior Manager-Data Scientist | ২ |
Manager-Cyber Security | ৫ |
Senior Manager-Cyber Security | ৫ |
বয়স সীমা (Age Limit)
পদ অনুযায়ী বয়স সীমা নীচে উল্লেখ করা হলো।
- Officer-Credit পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
- Officer-Industry পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
- Manager-IT পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- Senior Manager-IT পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২৭ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে।
- Manager-Data Scientist পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- Senior Manager-Data Scientist পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২৭ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে।
- Manager-Cyber Security পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- Senior Manager-Cyber Security পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২৭ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: Bank of India Recruitment 2025
বেতন (Salary)
পদ অনুযায়ী বেতন স্কেল নীচে উল্লেখ করা হলো।
পদের নাম | বেতন স্কেল |
Officer-Credit | এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন স্কেল ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত হবে। |
Officer-Industry | এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন স্কেল ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত হবে। |
Manager-IT | এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন স্কেল ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত হবে। |
Senior Manager-IT | এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন স্কেল ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা পর্যন্ত হবে। |
Manager-Data Scientist | এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন স্কেল ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত হবে। |
Senior Manager-Data Scientist | এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন স্কেল ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা পর্যন্ত হবে। |
Manager-Cyber Security | এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন স্কেল ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত হবে। |
Senior Manager-Cyber Security | এই পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন স্কেল ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা পর্যন্ত হবে। |
আরও পড়ুন: Central Bank of India Credit Officer Recruitment 2025
আবেদন প্রক্রিয়া (Application Process)
আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত ধাপ অবলম্বন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের প্রথমে www.pnbindia.in-এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে।
- সেখান থেকে Recruitment/Careers অপশনে ক্লিক করতে হবে।
- তারপর সেখান থেকে প্রার্থীদের রেজিস্টার করতে হবে এবং আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে।
- এরপরে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ইত্যাদি আপলোড করতে হবে।
- এরপরে আবেদন ফি প্রদান করতে হবে।
- এরপরে আবেদন পত্রটি সাবমিট করতে হবে এবং আবেদন পত্রটির একটি প্রিন্ট কপি নিয়ে রাখতে হবে।
আবেদন ফি (Application Fee)
এসসি (SC), এসটি (ST) এবং পিডাব্লিউবিডি (PwBD) প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫৯ টাকা প্রদান করতে হবে এবং অন্যান্য সমস্ত প্রার্থীদের আবেদন ফি বাবদ ১১৮০ টাকা প্রদান করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:
- Online Written Test & Interview
- অথবা, Shortlisting & Interview
- কত আবেদন জমা পড়ছে সেটি দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে কোন প্রক্রিয়া অবলম্বন করে কর্মীদের নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
- Officer-Credit পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে CA/CMA/CFA/MBA (Finance) যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে।
- Officer-Industry পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Civil/Electrical/Mechanical যেকোনো একটি বিষয়ে B.E অথবা B.Tech ডিগ্রি থাকতে হবে।
- Manager-IT পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে B.E/B.Tech/MCA যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে।
- Senior Manager-IT পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে M.Tech/MCA যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে।
- Manager-Data Scientist পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের IT/CS যেকোনো একটি বিষয়ে B.E/B.Tech যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে।
- Senior Manager-Data Scientist পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Master’s in AI অথবা Master’s in DS ডিগ্রি থাকতে হবে।
- Manager-Cyber Security পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের CS/IT যেকোনো একটি বিষয়ে B.E/B.Tech যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি Cyber Security Certificate থাকতে হবে।
- Senior Manager-Cyber Security পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের CS/IT যেকোনো একটি বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ M.Tech ডিগ্রি থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ০৩.০৩.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪.০৩.২০২৫ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Apply Online | Click Here |