তেল ও গ্যাস কর্পোরেশনে চাকরির সুযোগ, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত (ONGC Associate Consultant Recruitment 2025)

ONGC Associate Consultant Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ওএনজিসি সংস্থায় নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ONGC (Oil and Natural Gas Corporation Limited) Assam-এর তরফ থেকে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (Prime Minister Internship Scheme)-এর অধীনে ইন্টার্নদের পরামর্শ দেওয়ার জন্য সহযোগী পরামর্শদাতা (Associate Consultant) পদে নিয়োগ করা হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ড্রিলিং, প্রোডাকশন, ইলেকট্রনিক্স, ফিনান্স এবং জিও-সায়েন্সের মতো বিভিন্ন বিষয়ে ONGC থেকে অবসর নেওয়া অভিজ্ঞ পেশাদাররাই শুধু এখানে আবেদন করতে পারবেন। এই পদে যোগদানের তারিখ থেকে 30শে নভেম্বর, 2025 পর্যন্ত সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক হবে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ONGC (Oil and Natural Gas Corporation Limited) Assam-এর তরফ থেকে নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (Prime Minister Internship Scheme)-এর অধীনে ইন্টার্নদের পরামর্শ দেওয়ার জন্য সহযোগী পরামর্শদাতা (Associate Consultant) পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Anandadhara Prakalpa Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ড্রিলিং, প্রোডাকশন, ইলেকট্রনিক্স, ফিনান্স এবং জিও-সায়েন্স এই সাতটি বিষয়ের জন্য মোট 7 জন সহযোগী পরামর্শদাতা (Associate Consultant) নিয়োগ করা হবে।

বয়স সীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 64 বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: Kolkata High Court Recruitment 2025

বেতন (Salary)

এই পদের জন্য পারিশ্রমিক 66,000 (সমস্ত ভাতা সহ) এবং যোগাযোগ সুবিধার জন্য 2,000 দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্রের স্ক্যান কপি সংযুক্ত ফরম্যাটে প্রয়োজনীয় কাগজপত্র সহ
gaur_naveen@ongc.co.in-এই ইমেইল আইডিতে পাঠাতে হবে। যোগ্য প্রার্থীরা “Incharge HR/ER, ONGC, Sivasagar.”-এই ঠিকানায় ব্যক্তিগতভাবে আবেদন জমাও দিতে পারেন।

আরও পড়ুন: নিয়ম লঙ্ঘনের অভিযোগ স্কুলের বিরুদ্ধে; ২৯ স্কুলকে শো-কজ নোটিশ দিল CBSE, কোন কোন স্কুল? জেনে নিন

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Oil and Natural Gas Corporation (ONGC) নিয়োগের জন্য নির্বাচন test/interview-এর মাধ্যমে করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ওএনজিসি সংস্থা থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট শাখায় অভিজ্ঞতাও থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত ভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: UGC: এই ৩ বিশ্ববিদ্যালয়ে Ph.D-র নিয়ম লঙ্ঘনের অভিযোগ! পড়ুয়া-ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করলো ইউজিসির

আবেদনের শেষ তারিখ (Last date of application)

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 জানুয়ারী, 2025।

আরও পড়ুন: Kolkata Metro Recruitment 2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here

আরও পড়ুন: NTPC Limited Senior Executive Recruitment 2025

Leave a Comment