MBMA Apprentice Recruitment 2025: Meghalaya Basin Management Agency (MBMA)-এর তরফ থেকে তিন মাস ট্রেনিংয়ের পর প্রার্থীদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১০ টি। মেঘালয়ের স্থানীয় চাকরিপ্রার্থীরা এর সুযোগ পাবে। নিম্নে এই চাকরির বিষয়ে সম্পূর্ণ তথ্য উল্লেখ করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Meghalaya Basin Management Agency (MBMA)-এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
Apprenticeship পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর হতে হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
সব মিলিয়ে মোট ১০ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে।
আরও পড়ুন: সরাসরি গেইল ইন্ডিয়া লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ! রইলো বিস্তারিত (GAIL Recruitment 2025)
বেতন (Salary)
যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথমে তিন মাস ট্রেনিং দেওয়া হবে এরপর তাদের নিয়োগের পর প্রতি মাসে ৭০০০ টাকা করে বেতন দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের গুগল লিংক https://forms.gle/8D4RdgV4rADZfe1G7-এ ক্লিক করে আবেদন জানাতে হবে এছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
আরও পড়ুন: ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতনে BCPL সংস্থায় অফিসার নিয়োগ চলছে, জেনে নিন বিস্তারিত
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সংশ্লিষ্ট চাকরির পদে যেসব প্রার্থীরা আবেদন করবে তাদের একাডেমিক নম্বর ও ইন্টারভিউ এর মাধ্যমে সিলেক্ট করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
১) Graduate in Commerce
২) BBA
৩) MBA in Business & Financial Management
৪) Procurement & Supply Chain Management
৫) Purchase
৬) Material Management
৭) Inventory & Logistic
৮) Diploma in Procurement and Supply Chain Management or related discipline
আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে বড়ো খবর সামনে এলো, জেনে নিন বিস্তারিত
আবেদনের শেষ তারিখ (Last date of application)
সংশ্লিষ্ট চাকরির পদে আবেদনের শেষ তারিখ হলো আগামী ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ ০৫:০০ pm পর্যন্ত।
আরও পড়ুন: Career Suggestion: কোন কেরিয়ার ভালো ভারতে বড়লোক হতে হলে? কী করবেন কলেজ পাস করার পর?
গুরুত্বপূর্ন লিংক (Important Links)
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে দেখুন |
অফিসিয়াল নোটিশ | এখানে দেখুন |
আবেদনের লিঙ্ক | এখানে দেখুন |
আরও পড়ুন: Punjab & Sind Bank BMC Recruitment 2025