২ লাখ টাকার স্কলারশিপ পাবেন উচ্চ মাধ্যমিক পাস হলে, রইল আবেদন পদ্ধতি

দেশের ভবিষ্যৎ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথে অর্থ যাতে কোনো ভাবেই অন্তরায় না হয় তার জন্য সরকারী ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বেসরকারী ক্ষেত্র থেকে বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আজকের প্রতিবেদনে এমনই একটি স্কলারশিপ বিষয়ে আলোচনা করা হবে যে স্কলারশিপটি দিয়ে থাকে LG কোম্পানি। তাদের প্রদেয় স্কলারশিপটির নাম ‘Life’s Good’ স্কলারশিপ।

এলজি কোম্পানির লাইফ’স গুড স্কলারশিপ (Life’s Good Scholarship) প্রোগ্রাম সম্পর্কে কিছু কথা

ভারতের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক ব্র্যান্ড হল LG। কোম্পানিটি তাদের ব্যবসায়িক কাজকর্ম চালানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে। এই সামাজিক কাজের অঙ্গ হিসেবে এই স্কলারশিপ প্রোগ্রাম চালিয়ে থাকে। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের মেধাবী পড়ুয়াদের আর্থিক ভাবে সহায়তা দেওয়া হয়। এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হল। 

এলজি কোম্পানির লাইফ’স গুড স্কলারশিপ প্রোগ্রামের (Life’s Good Scholarship Program) মাধ্যমে কত টাকার স্কলারশিপ পাওয়া যেতে পারে?

LG প্রদত্ত স্কলারশিপটিতে আবেদন করলে আবেদনকারী যে কোর্স নিয়ে পড়াশোনা করেন সেই কোর্স অনুযায়ী স্কলারশিপের অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। যেমন স্নাতক স্তরের পড়ুয়াদের ক্ষেত্রে কোর্সের মোট টিউশন ফি-এর অর্ধেক অথবা ১ লক্ষ টাকা যেটা কম হবে সেটিই আবেদনকারীকে দেওয়া হবে। একইভাবে স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের ক্ষেত্রে কোর্সের মোট টিউশন ফি-এর অর্ধেক বা ২ লক্ষ টাকা যেটা কম হবে সেটিই দেওয়া হবে।

আরও পড়ুন: WB ICDS Supervisor Recruitment 2025: অবশেষে সবুজ সংকেত ১,৭০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের! জেনে নিন বিস্তারিত

এলজি’র এই স্কলারশিপে (Life’s Good Scholarship) আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে?

এই স্কলারশিপটিতে আবেদন করতে হলে আবেদনকারীকে বেশ কিছু যোগ্যতামান পূরণ করতে হবে। সেগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল

১) আবেদনকারীকে আবেদন করার সময়কালে নিশ্চিত ভাবে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের পড়ুয়া হতে হবে।

২) আবেদনকারী যদি স্নাতক স্তরের প্রথম বছরে আবেদন করে তবে তাকে বিগত বছর অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৬০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। একইভাবে স্নাতকোত্তরের ক্ষেত্রে বিগত বছরগুলিতে ৬০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।

৩) এই স্কলারশিপে আবেদনকারীর পরিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

৪) এই স্কলারশিপ প্রোগ্রামে ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫) LG কিংবা buddy4study ওয়েবসাইটে যারা কর্মরত তাদের পরিবারের কেউ এই স্কলারশিপ প্রোগ্রামে অংশ নিতে পারবে না।

আরও পড়ুন: SBI Job: লিখিত পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ লক্ষ টাকার অধিক বেতনে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

এলজি লাইফ’স গুড স্কলারশিপ (Life’s Good Scholarship) প্রোগ্রামে আবেদন করা যাবে কীভাবে?

১) অনলাইন মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে প্রথমেই আবেদনকারীকে buddy4study ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখান থেকেই Life’s Good স্কলারশিপ লেখা ব্যানারটিতে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে।

২) তবে এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রথমেই আবেদনকারীকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারী আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে।

আরও পড়ুন: TCL Recruitment 2025

৩) লগ ইন হওয়ার পর আবেদনের জন্য নির্দিষ্ট অপশনে ক্লিক করলে আবেদনের প্রয়োজনীয় ফর্ম ওপেন হবে। এবার সেই ফর্মটিকে যথাযথ তথ্য সহ আবেদনকারীকে পূরণ করতে হবে।

৪) ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার পর T & C বক্সটিতে টিক মার্ক করে একবার দেখে নিতে হবে সবটা ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদন করার জন্য আবেদনকারীর যে যে ডকুমেন্টসগুলি লাগবে

১) আধার কার্ড

২) স্নাতক বা স্নাতোকত্তর কোর্সে ভর্তি হওয়ার প্রমাণপত্র

৩) Bonafide Certificate

৪) দ্বাদশ শ্রেণীর রেজাল্ট

৫) এককপি কালার পাসপোর্ট সাইজ ছবি

৬) ব্যাঙ্ক অ্যাকাউন্টার ডিটেলস

৭) স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত থেকে নেওয়া পারিবারিক  আয়ের শংসাপত্র

৮) আইটি আর ফাইল করে থাকলে সেটার স্টেটমেন্ট কপি

৯) ফর্ম ১৬ ও স্যালারি স্লিপ

গুরুত্বপূর্ণ লিঙ্ক

এই স্কলারশিপে আবেদনের অফিসিয়াল লিঙ্কClick Here

Leave a Comment