Kolkata Metro Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা মেট্রো রেলে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। Kolkata Metro Rail Corporation Limited (KMRCL)-এর তরফ থেকে অ্যাডিশন্যাল জেনারেল ম্যানেজার (সিভিল)/এক্সপার্ট পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এখানে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন জানাতে পারবেন। এছাড়াও সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। প্রথমে ছয় মাসের মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। পরবর্তীতে এই মেয়াদ বাড়ানো হতে পারে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Kolkata Metro Rail Corporation Limited (KMRCL)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Additional General Manager (Civil)/ Expert পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: NTPC Limited Senior Executive Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ২টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১.০৪.২০২৫ তারিখের হিসাবে ৬০ বছরের বেশি এবং ৬২ বছরের কম হতে হবে।
আরও পড়ুন: UCO Bank Recruitment 2025
আবেদন প্রক্রিয়া (Application Process)
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation Limited)-এর ওয়েবসাইটে উল্লিখিত তথ্য অনুযায়ী বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-
General Manager/Administration & HR, Kolkata Metro
Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi
Premchand Sarani, Kolkata – 700021
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে জেলার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে , বেতন প্রতিমাসে ১৩,৫০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই পদের জন্য নির্বাচন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে।
আরও পড়ুন: HS Admit Card 2025
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
রেলওয়ে অথবা কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে কাজ করেছেন এরম অবসরপ্রাপ্ত কর্মীরাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: UGC Recruitment 2025
আবেদনের শেষ তারিখ (Last date of application)
১৩.০২.২০২৫ তারিখ সন্ধ্যে ৬:৩০ টার আগে আবেদনপত্র জমা দিতে হবে। এরপরে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আরও পড়ুন: Central Bank of India Recruitment 2025
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |