Kolkata High Court Recruitment 2025: Kolkata High Court-এর তরফ থেকে ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট দুটি শুন্য পদ রয়েছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ গাড়ি প্রার্থীদের প্রতি মাসে ২৯ হাজার ৮০০ টাকা করে বেতন দেওয়া হবে। নিম্নে এই চাকরির বিষয়ে আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Kolkata High Court-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
কলকাতা হাইকোর্টের তরফ থেকে ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Anandadhara Prakalpa Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
সবকটি পদ মিলিয়ে মোট দুটি শুন্য পদ রয়েছে। এক্ষেত্রে এস সি (SC) ক্যাটাগরির প্রার্থীদের জন্য একটি এবং অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য একটি করে পদ রয়েছে।
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট চাকরির পরে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে পশ্চিমবঙ্গের যেসব প্রার্থীরা SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত শুধুমাত্র তারাই পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে।
আরও পড়ুন: নিয়ম লঙ্ঘনের অভিযোগ স্কুলের বিরুদ্ধে; ২৯ স্কুলকে শো-কজ নোটিশ দিল CBSE, কোন কোন স্কুল? জেনে নিন
বেতন (Salary)
ট্রান্সলেটর পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ২৯,৮০০ টাকা করে বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া নিম্নে উল্লেখ করা হলো-
১) অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in-এ গিয়ে এর আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
২) এরপর সেটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
৩) এরপর নিজের প্রয়োজনীয় তথ্য দ্বারা সেটি ভালোভাবে পূরণ করতে হবে।
৪) আবেদনপত্র পূরণ হয়ে গেলে এর সঙ্গে কিছু প্রয়োজনীয় নথি সেলফ অ্যাটেস্টেড করে যোগ করতে হবে।
৫) আবেদনের মূল ফর্মের সঙ্গে আপনার কালার পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর যোগ করতে হবে।
৬) এগুলি একটি খামের মধ্যে ভরে তার উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে গিয়ে জমা করে আসতে হবে।
আবেদনপত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়-
Office of the Registrar, Original Side, 1st Floor, Main Building, High Court at Calcutta, Kolkata-700001
আরও পড়ুন: UGC: এই ৩ বিশ্ববিদ্যালয়ে Ph.D-র নিয়ম লঙ্ঘনের অভিযোগ! পড়ুয়া-ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করলো ইউজিসির
আবেদন ফি (Application Fee)
আবেদন ফি হিসেবে পশ্চিমবঙ্গের SC/ST ক্যাটাগরির প্রার্থীদের ৪০০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের ৮০০ টাকা ফি প্রদান করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা ও Viva-vose/Interview-এর মাধ্যমে সিলেক্ট করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Kolkata Metro Recruitment 2025
প্রয়োজনীয় নথিপত্র (Important Documents)
প্রয়োজনীয় নথি হিসেবে নিম্নলিখিত নথিগুলি লাগবে-
১) সম্প্রতি তোলা তিনটি কালার পাসপোর্ট সাইজ ফটো
২) নিজের ঠিকানা লেখা রয়েছে এমন দুটি খাম
৩) জন্ম সার্টিফিকেট/মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৪) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
৫) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৬) প্রয়োজনীয় অন্যান্য
আরও পড়ুন: NTPC Limited Senior Executive Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
ট্রান্সলেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে পশ্চিমবঙ্গের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি অন্যান্য যোগ্যতা হিসেবে আঞ্চলিক ভাষায় অভিজ্ঞ হতে হবে।
আরও পড়ুন: UCO Bank Recruitment 2025
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।