IOCL AQCO Recruitment 2025: ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

IOCL AQCO Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Indian Oil Corporation Limited (IOCL) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখানে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার (Assistant Quality Control Officers) পদে নিয়োগ করা হবে। এখানে মোট ৯৭টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ০১.০৩.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১.০৩.২০২৫ তারিখ পর্যন্ত। আসুন এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Indian Oil Corporation Limited (IOCL)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার (Assistant Quality Control Officers) পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Indian Railway Job: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে, জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

মোট শূন্যপদ (Total Vacancy)

মোট ৯৭টি শূন্যপদ রয়েছে।

  • জেনারেল (General) প্রার্থীদের জন্য ৪৫টি শূন্যপদ রয়েছে।
  • এসসি (SC) প্রার্থীদের জন্য ১৩টি শূন্যপদ রয়েছে।
  • এসটি (ST) প্রার্থীদের জন্য ৬টি শূন্যপদ রয়েছে।
  • ওবিসি (OBC) প্রার্থীদের জন্য ২৪টি শূন্যপদ রয়েছে।
  • ইডাব্লিউএস (EWS) প্রার্থীদের জন্য ৯টি শূন্যপদ রয়েছে।

আরও পড়ুন: Bank of India Recruitment 2025

বয়স সীমা (Age Limit)

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২৮.০২.২০২৫ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নিযুক্ত হওয়ার পর কর্মীদের বেতন স্কেল ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করার লিংক নীচে উল্লেখ করা হলো। প্রার্থীদের সেই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন পত্রটি যত্ন সহকারে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপরে আবেদন ফি প্রদান করতে হবে। তারপরে আবেদন পত্রটি সাবমিট করে আবেদন পত্রটির একটি প্রিন্ট কপি নিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: Central Bank of India Credit Officer Recruitment 2025

আবেদন ফি (Application Fee)

জেনারেল (General), ইডাব্লিউএস (EWS), ওবিসি (OBC) প্রার্থীদের আবেদন ফি বাবদ ৬০০ টাকা প্রদান করতে হবে। তবে এসসি (SC), এসটি (ST), পিডাব্লিউবিডি (PwBD) প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা প্রদান করতে হবে না। ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / নেট ব্যাঙ্কিং / UPI এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

1. Computer Based Test (CBT)

2. Group Discussion

3. Personal Interview

4. Document Verification

5. Medical Examination

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে রসায়ন বা তার সমমানের কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ০১.০৩.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১.০৩.২০২৫ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Comment