Indian Railway Apprentice Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ভারতীয় রেল (Indian Railways)-এর তরফ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (South East Central Railway) Apprentice Act 1961-এর অধীনে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ২৫.০২.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫.০৩.২০২৫ তারিখ পর্যন্ত। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
South East Central Railway (SECR)-এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
মোট ১৯টি ট্রেডে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে। নীচে ট্রেডের নামগুলি উল্লেখ করা হলো।
1. CARPENTER
2. COPA (75 Divn.+25 HQ/Const)
3. DRAFTSMAN (CIVIL)
4. ELECTRICIAN
5. ELECT (MECH)
6. FITTER
7. MACHINIST
8. PAINTER
9. PLUMBER
10. MECH (RAC)
11. SMW
12. STENO (ENG) (12 Divn.+15 HQ/Const.)
13. STENO (HINDI) (04 Divn.+ 15HQ/Const.)
14. DIESEL MECHANIC
15. TURNER
16. WELDER
17. WIREMAN
18. CAMICAL LABORATORY ASSTT.
19. DIGITAL PHOTOGRAPHER (00 Divn. + 02 HQ)
আরও পড়ুন: Bank of India Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে বিভিন্ন ট্রেডের জন্য মোট ৮৩৫টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
এখানে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২৫.০৩.২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি (SC), এসটি (ST) প্রার্থীদের জন্য ৫ বছরের, ওবিসি (OBC) প্রার্থীদের জন্য ৩ বছরের এবং এক্স সার্ভিসম্যান (Ex-Servicemen) ও পিডাব্লিউডি (PWD) প্রার্থীদের জন্য ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Central Bank of India Credit Officer Recruitment 2025
আবেদন প্রক্রিয়া (Application Process)
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (South East Central Railway)-এর অধীনে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে https://www.apprenticeshipindia.gov.in/-এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। এরপরে সেখান থেকে নিজেদের নাম রেজিস্টার করতে হবে এবং আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপরে প্রয়োজনীয় নথি সমূহ যেমন ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করতে হবে। এরপরে আবেদন ফি প্রদান করতে হবে। তারপরে আবেদনটি সাবমিট করতে হবে।
আবেদন ফি (Application Fee)
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (South East Central Railway)-এর অধীনে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য জেনারেল (General), ওবিসি (OBC), ইডাব্লিউএস (EWS) প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে। তবে অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা প্রদান করতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই এখানে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের আবেদনের পর মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেধাতালিকা তৈরি করা হবে। এরপরে সেই মেধাতালিকায় শর্ট লিস্টেড করা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপরে নির্বাচিত প্রার্থীদের অবশ্যই সরকার অনুমোদিত ডাক্তার (গেজেটেড) দ্বারা স্বাক্ষরিত একটি মেডিকেল সার্টফিকেট জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
South East Central Railway (SECR)-এর অধীনে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের 10+2 সিস্টেম বা তার সমমানের অধীনে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই কোর্স সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ২৫.০২.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫.০৩.২০২৫ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |