Indian Coast Guard Navik Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Indian Coast Guard (ICG) কর্তৃক Navik (General Duty) এবং Navik (Domestic Branch) পদে নিয়োগ করা হবে। এখানে মোট ৩০০টি শূন্যপদ রয়েছে। Indian Coast Guard (ICG)-তে যোগদানের জন্য ভারতের পুরুষ নাগরিকদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Indian Coast Guard (ICG)-এর তরফ থেকে Navik (General Duty) এবং Navik (Domestic Branch) পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: DRDO Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ৩০০টি শূন্যপদ রয়েছে।
- Navik (General Duty) পদের জন্য ২৬০টি শূন্যপদ রয়েছে।
- Navik (Domestic Branch) পদের জন্য ৪০টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন: South East Central Railway Recruitment 2025
বয়স সীমা (Age Limit)
এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন (Salary)
এই পদগুলিতে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন ২১,৭০০ টাকা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন। নীচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- প্রার্থীদের প্রথমে Indian Coast Guard (ICG)-এর অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in/cgept/-এ যেতে হবে।
- এরপর সেখানে Register করার জন্য একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে। ভবিষ্যতের সমস্ত যোগাযোগের জন্য এই ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করা হবে।
- এরপর প্রার্থীদের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
- এরপর প্রার্থীদের তাদের সাম্প্রতিক একটি ছবি, সিগনেচার, জন্ম তারিখের প্রমাণ এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করতে হবে।
- এরপরে আবেদন ফি প্রদান করতে হবে।
- ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর আবেদন ফি প্রদান করে ফর্মটি সাবমিট করতে হবে।
আরও পড়ুন: SBI Job News: স্টেট ব্যাঙ্কে ক্লার্কের চাকরি, পরীক্ষা কবে?
আবেদন ফি (Application Fee)
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা প্রদান করতে হবে। তবে SC/ST প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা প্রদান করতে হবে না।
আরও পড়ুন: Job News: MBMA সংস্থায় ট্রেনিং শেষে চাকরির সুযোগ, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:
1. Stage I – Computer Based Online Examination
2. Stage II – Physical Fitness Test (PFT) & Document Verification
3. Stage III – Medical Examination & Final Merit List Preparation
4. Stage IV – Pre-Enrolment Medicals & Document Verification
আরও পড়ুন: ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতনে CPCL সংস্থায় চাকরির সুযোগ, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- Navik (General Duty) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Council of Boards for School Education (COBSE) দ্বারা স্বীকৃত একটি শিক্ষা বোর্ড থেকে গণিত এবং পদার্থবিদ্যা বিষয় সহযোগে দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে।
- Navik (Domestic Branch) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Council of Boards for School Education (COBSE) দ্বারা স্বীকৃত একটি শিক্ষা বোর্ড দশম শ্রেণী পাস করে থাকতে হবে।
আরও পড়ুন: Indian Bank Recruitment 2025
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১১.০২.২০২৫ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫.০২.২০২৫ তারিখ পর্যন্ত।
এছাড়ারাও লেটেস্ট বাংলা খবর সবার আগে জানার জন্য ভিজিট করুন ‘Bangla Today‘ ওয়েবসাইটে।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Read More:
৬,০০০ টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Samsung Galaxy 5G ফোন! জানুন দাম সহ বিস্তারিত
ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 13 Pro 5G, 50MP সেলফি ক্যামেরা এতে আর কী কী আছে?
Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?
লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে মাসে ৭০০০ টাকা ভাতা প্রত্যেক মহিলাকে দেবে মোদী সরকার, শুরু হলো আবেদন
২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল UGC; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও, দেখে নিন তালিকা
UGC: NET বাধ্যতামূলক নয় অধ্যাপক হতে গেলে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কী কী বদল আনছে ইউজিসি