Indian Bank Recruitment 2025: ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন? রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

Indian Bank Recruitment 2025: Indian Bank-এর তরফ থেকে Authorized Doctor পদে প্রার্থী নিয়োগ করা হবে। পাটনা, কোয়েম্বটোর, পুনে সহ আরো কয়েকটি জায়গায় তাদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে থেকে আলাদা আলাদা ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে আবেদন পদ্ধতি, শুন্যপদ সহ বাকি সমস্ত তথ্য আলাদা রয়েছে। এই চাকরি সম্পর্কে এটাই তো জানতে নীচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগকারী সংস্থার নামIndian Bank
পদের নামAuthorized Doctor
অফিসিয়াল ওয়েবসাইটwww.indianbank.in

পদের বিবরণ

প্রত্যেকটি জায়গায় নিয়োগের ক্ষেত্রে পদের বিবরণ আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে। নিম্নে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো-

আরও পড়ুন: CBSE: পরীক্ষা বাতিল মোবাইল নিয়ে ধরা পড়লেই! শাস্তি ভুয়ো খবর ছড়ালে; বোর্ড পরীক্ষার আগে বড় ঘোষণা CBSE-র

১) Authorized Doctor (Zonal Office Gaya)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারীর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যালোপ্যাথিক মেডিসিনে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট পদে কাজের বিষয়ে যেকোনো হাসপাতালে বা একজন চিকিৎসক হিসাবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: AIIMS Kalyani Recruitment 2025

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করার পর নিজের প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত ডকুমেন্টস প্রার্থীদের একটি সিল করা খামে পুরে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করা ঠিকানা হলো নিম্নরূপ-

The Chief Manager (HRM), Indian Bank, Zonal Office Coimbatore, 31 2nd Floor, Variety Hall Road, Coimbatore- 641 001

আরও পড়ুন: AIIMS Kalyani Recruitment 2025

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০৫:০০ pm পর্যন্ত।

২) Authorized Doctor (FGMO Patna)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারীর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যালোপ্যাথিক মেডিসিনে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট পদে কাজের বিষয়ে যেকোনো হাসপাতালে বা একজন চিকিৎসক হিসাবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: Job News: MBMA সংস্থায় ট্রেনিং শেষে চাকরির সুযোগ, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করার পর নিজের প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত ডকুমেন্টস প্রার্থীদের একটি সিল করা খামে পুরে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করা ঠিকানা হলো নিম্নরূপ-

The Assistant General Manager, Indian Bank, Patna FGM OFFICE at Indian Bank, First Floor, Budh Marg, Patna-800001

আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে বড়ো খবর সামনে এলো, জেনে নিন বিস্তারিত

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০৫:০০ pm পর্যন্ত।

৩) Authorized Doctor (Tiruppur)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারীর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যালোপ্যাথিক মেডিসিনে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট পদে কাজের বিষয়ে যেকোনো হাসপাতালে বা একজন চিকিৎসক হিসাবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: সরাসরি গেইল ইন্ডিয়া লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ! রইলো বিস্তারিত (GAIL Recruitment 2025)

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করার পর নিজের প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত ডকুমেন্টস প্রার্থীদের একটি সিল করা খামে পুরে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করা ঠিকানা হলো নিম্নরূপ-

The Chief Manager, Indian Bank Zonal Office, Tiruppur, 2nd Floor, KRBS Towers, PN Road, Tiruppur

আরও পড়ুন: কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন প্রক্রিয়া সহ জেনে নিন বিস্তারিত (DIET Kolkata Guest Faculty Recruitment 2025)

আবেদনের শেষ তারিখ (Last date of Application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০৫:০০ pm পর্যন্ত।

৪) Authorized Doctor (Coimbatore)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারীর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যালোপ্যাথিক মেডিসিনে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট পদে কাজের বিষয়ে যেকোনো হাসপাতালে বা একজন চিকিৎসক হিসাবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতনে BCPL সংস্থায় অফিসার নিয়োগ চলছে, জেনে নিন বিস্তারিত

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করার পর নিজের প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত ডকুমেন্টস প্রার্থীদের একটি সিল করা খামে পুরে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করা ঠিকানা হলো নিম্নরূপ-

The Chief Manager, Indian Bank Zonal Office, Tiruppur, 2nd Floor, KRBS Towers, PN Road, Tiruppur

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০৫:০০ pm পর্যন্ত।

৫) Authorized Doctor (Pune)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারীর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যালোপ্যাথিক মেডিসিনে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট পদে কাজের বিষয়ে যেকোনো হাসপাতালে বা একজন চিকিৎসক হিসাবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করার পর নিজের প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত ডকুমেন্টস প্রার্থীদের একটি সিল করা খামে পুরে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করা ঠিকানা হলো নিম্নরূপ-

the Chief Manager, Pune Zone at Indian Bank, Zonal Office Pune, 2nd Floor, Hermes Waves, Central Avenue Road, Lane No-3, Kalyani Nagar, Pune – 411006

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০৫:০০ pm পর্যন্ত।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

অফিসিয়াল ওয়েবসাইটএখানে দেখুন
অফিসিয়াল নোটিশএখানে দেখুন

Leave a Comment