IDBI Bank Part-Time BMO Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। IDBI Bank-এর তরফ থেকে Part-Time Bank’s Medical Officer (BMO) পদে নিয়োগ করা হবে। এই নিয়োগটি মুম্বই, বেঙ্গালুরু এবং কোচিতে IDBI Bank-এর অফিসগুলির জন্য করা হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
IDBI Bank কর্তৃক নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Part-Time Bank’s Medical Officer (BMO) পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ONGC Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ৩টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: India Post Payments Bank Recruitment 2025
বেতন (Salary)
এখানে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের পারিশ্রমিক প্রতি ঘন্টার জন্য ১০০০ টাকা করে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ২২ জানুয়ারি, ২০২৫ তারিখ সন্ধ্যে ৬টার মধ্যে বায়ো-ডাটা পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত যেকোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে MBBS/MD ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর যদি MD বা Medicine সংক্রান্ত কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: Central Bank of India Recruitment 2025
আবেদনের শেষ তারিখ (Last date of application)
২২ জানুয়ারি, ২০২৫ তারিখ সন্ধ্যে ৬টার মধ্যে আবেদন করতে হবে।
আরও পড়ুন: SBI Trade Finance Officer Recruitment 2025
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |
আরও পড়ুন: Uttar Dinajpur District Court English Stenographer Recruitment 2025