How To Join CBI: CBI অফিসার হতে চান? যোগ্যতা কী? কোন পরীক্ষা দিতে হয়?

How To Join CBI: ভারতের অন্যতম তদন্তকারী সংস্থা হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI)। দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন জটিল কেসের সমাধান করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সংস্থাটি। তাই আজও কোনো জটিল কেস সমাধানের প্রশ্নে সিবিআই (CBI)-এর নাম প্রথমেই উচ্চারিত হয়৷ এই সিবিআই (CBI)-তে চাকরি করা আপনার যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। সিবিআই (CBI)-তে চাকরির জন্য কী যোগ্যতা লাগে, নিয়োগ প্রক্রিয়া কেমন হয় এসবেরই বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।

সিবিআই অফিসার হতে গেলে কোন পরীক্ষায় বসতে হবে

সিবিআই (CBI)-এ চাকরি করতে গেলে বিভিন্ন পদের জন্য বিভিন্ন পরীক্ষা দিতে হবে আপনাকে। সিবিআই-এর গ্রেড-এ পদে নিয়োগ পেতে গেলে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) বা এসএসসি (SSC) ও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) বা ইউপিএসসি (UPSC) আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেমন সিবিআই সাব ইন্সপেক্টর (CBI Sub Inspector) পদে চাকরি পেতে গেলে আপনাকে এসএসসি সিজিএল (SSC CGL) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যোগ্যতামান

সিবিআই (CBI) অফিসার পদে চাকরি পেতে গেলে যেকোনো প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এর সাথে এসএসসি কিংবা ইউপিএসসি আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: Central Bank of India IT Officer Recruitment 2025

সিবিআই-তে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বয়সসীমা থাকে সাধারণ শ্রেণির প্রার্থীর জন্য ২০ বছর থেকে ৩০ বছর। অন্যান্য অনগ্রসর শ্রেণির বা ওবিসি প্রার্থীদের জন্য বয়সসীমা ২০ বছর থেকে ৩৩ বছর এবং SC/ST শ্রেণির প্রার্থীদের বয়সসীমা ২০ বছর থেকে ৩৫ বছর। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬৫ সেমি তাদের ছাতির মাপ ৭৬ সেমি (ফুলিয়ে) হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫০ সেমি।

আরও পড়ুন: Coal India Recruitment 2025

নির্বাচন প্রক্রিয়া

সিবিআই অফিসার পদে নিয়োগের জন্য প্রার্থীকে ইউপিএসসি (UPSC) কিংবা এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে (Staff Selection Commission – Combined Graduate Level) পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সিবিআই সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে গেলে প্রার্থীকে চারটি ধাপ পেরোতে হবে। সেগুলি হল-

  • টিয়ার ১- CBT (অবজেকটিভ টাইপ পরীক্ষা)
  • টিয়ার ২- CBT (ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা)
  • টিয়ার ৩- কম্পিউটার দক্ষতা পরীক্ষা (CPT)
  • টিয়ার ৪- নথি যাচাইকরণ

আরও পড়ুন: ONGC Associate Consultant Recruitment 2025

Leave a Comment