লিখিত পরীক্ষা ছাড়াই রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ! কারা কীভাবে আবেদন করবেন?

Employees’ State Insurance Corporation (ESIC) তাদের মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার মোট ১১৩টি শূন্যপদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২০ মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না, বরং ওয়াক-ইন ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।

কত শূন্যপদ?

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১১৩টি পদ পূরণ করা হবে। মূলত ESIC-এর মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্যই এই নিয়োগ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ওয়াক-ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে

চুক্তিভিত্তিক হবে নিয়োগ

এই চাকরিটি কোনও স্থায়ী পদ নয়। নিযুক্ত প্রার্থীদের প্রথমে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে ৭০ বছর বয়স পর্যন্ত কাজের সুযোগ থাকবে, তবে যেখানে কম সময় হবে সেটিই প্রযোজ্য হবে।

বয়সসীমা কত?

নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বয়সসীমা আলাদা হবে—

  • প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৬৯ বছর
  • সিনিয়র রেসিডেন্ট পদের জন্য বয়সসীমা ৪৫ বছর
  • সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হবে।

কীভাবে করবেন আবেদন?

আবেদন করতে হলে প্রার্থীদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথির স্ক্যান কপি ইমেল করতে হবে নির্ধারিত ঠিকানায়। পাশাপাশি ইন্টারভিউ ফি জমার ডিমান্ড ড্রাফটও সংযুক্ত করতে হবে

  • আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ ২০২৫
  • ইমেল আইডি: indore.mp@esic.gov.in

ইন্টারভিউ ফি কত?

ইন্টারভিউর জন্য ফি জমার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে—

  • সাধারণ ও ওবিসি (OBC) প্রার্থীদের ₹৫০০ টাকা জমা দিতে হবে
  • SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না

বেতন কত?

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারিত হয়েছে—

  • প্রফেসর পদের জন্য মাসিক বেতন ₹১,২৩,১০০
  • অ্যাসোসিয়েট প্রফেসরদের জন্য ₹৭৮,০০০
  • অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ₹৬৭,৭০০

এই নিয়োগের বিশেষত্ব হলো, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের সুযোগ। তাই যারা সরকারি প্রতিষ্ঠানে ভালো বেতন ও স্থিতিশীল কর্মজীবন চান, তাদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে

Leave a Comment