DIET Kolkata Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং (DIET), কলকাতা-এর তরফ থেকে গেস্ট ফ্যাকাল্টি (Guest Faculty) এবং হোস্টেল ওয়ার্ডেন (Hostel Warden) নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। District Institute of Education & Training (DIET), Kolkata-এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে আবেদন করার শেষ তারিখ হল ২৯.০১.২০২৫। এই দিন বিকেল ৪টার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ২৯.০১.২০২৫ তারিখের আগেই আবেদন পত্রটি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নিজে গিয়ে বা ডাকযোগের মাধ্যমে জমা করার কথা বলা হয়েছে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
District Institute of Education & Training (DIET), Kolkata-এর তরফ থেকে নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
সেসমস্ত পদে নিয়োগ করা হবে তা নীচে উল্লেখ করা হল।
1. Guest Faculty of Health & Physical Education
2. Guest Faculty of Fine Arts
3. Guest Faculty of Music
4. DRW Staff as Hostel Warden (Female Only)
আরও পড়ুন: ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতনে BCPL সংস্থায় অফিসার নিয়োগ চলছে, জেনে নিন বিস্তারিত
মোট শূন্যপদ (Total Vacancy)
প্রতিটি পদের জন্য ১টি করে শূন্যপদ রয়েছে। অর্থাৎ এখানে সবমিলিয়ে মোট ৪টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC, ST প্রার্থীদের জন্য ৫ বছরের এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে বড়ো খবর সামনে এলো, জেনে নিন বিস্তারিত
বেতন (Salary)
- Guest Faculty of Health & Physical Education, Guest Faculty of Fine Arts এবং Guest Faculty of Music পদে নিযুক্তরা ক্লাস প্রতি ৪০০ টাকা করে পারিশ্রমিক পাবেন।
- DRW Staff as Hostel Warden পদের জন্য পারিশ্রমিক সরকারি নির্দেশ (As per Govt. order) মেনে ঠিক করা হবে।
আরও পড়ুন: Career Suggestion: কোন কেরিয়ার ভালো ভারতে বড়লোক হতে হলে? কী করবেন কলেজ পাস করার পর?
আবেদন প্রক্রিয়া (Application Process)
উপরিউক্ত পদগুলিতে আবেদন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি বের করে নিতে হবে। এরপরে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। আবেদন পত্রটি পূরণ করা হয়ে গেলে আবেদন পত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে নিজে গিয়ে বা ডাকযোগের মাধ্যমে জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে যেসমস্ত নথি সংযুক্ত করতে হবে তা নীচে উল্লেখ করা হল।
1. Photo copy of all testimonials
2. Age proof document
3. Document for citizenship
4. Passport-size photograph
আরও পড়ুন: Punjab & Sind Bank BMC Recruitment 2025
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:
The Senior Lecturer-in-Charge, DISTRICT INSTITUTE OF EDUCATION & TRAINING, Hastings House- 208,
fudges Court Road, Alipore, Kolkata-700027.
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
DIET Kolkata Recruitment 2025-এর জন্য নির্বাচন একটি ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে। আবেদনের শেষ তারিখের পরে District Institute of Education & Training (DIET), Kolkata-এর অফিসিয়াল ওয়েবসাইটে বাছাই করা প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত বাছাই করা হবে। ইন্টারভিউ বোর্ডের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত বলে বিবেচিত হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- Guest Faculty of Health & Physical Education পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৫০% নম্বর নিয়ে M.P.Ed ডিগ্রি থাকতে হবে।
- Guest Faculty of Fine Arts পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৫০% নম্বর নিয়ে Fine Arts-এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- Guest Faculty of Music পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৫০% নম্বর নিয়ে Music-এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- DRW Staff as Hostel Warden পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি এবং এর সঙ্গে B.Ed ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কোনো বোর্ডিং বা হোস্টেলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ২৯ জানুয়ারি, ২০২৫। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এই দিন বিকেল ৪টের মধ্যে আবেদন পত্র জমা করতে অনুরোধ করা হচ্ছে। কারণ এরপরে আর কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |