Coal India Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিষয়ে ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee) পদে নিয়োগ করা হবে। এখানে মোট ৪৩৪টি শূন্যপদ রয়েছে। আসুন এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited) বিভিন্ন পদের জন্য ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee) নিয়োগ করবে। পদের নামগুলি নীচে উল্লেখ করা হল।
1. Community Development
2. Environment
3. Finance
4. Legal
5. Marketing & Sales
6. Materials Management
7. Personnel & HR
8. Security
9. Coal Preparation
আরও পড়ুন: ONGC Associate Consultant Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ৪৩৪টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদ নীচে উল্লেখ করা হল।
পদের নাম | শূন্যপদ |
Community Development | ২০ |
Environment | ২৮ |
Finance | ১০৩ |
Legal | ১৮ |
Marketing & Sales | ২৫ |
Materials Management | ৪৪ |
Personnel & HR | ৯৭ |
Security | ৩১ |
Coal Preparation | ৬৮ |
আরও পড়ুন: Anandadhara Prakalpa Recruitment 2025
বয়স সীমা (Age Limit)
এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এই পদগুলিতে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদগুলির জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited)-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.coalindia.in/-এ গিয়ে প্রার্থীদের আবেদন জানাতে হবে।
আবেদন ফি (Application Fee)
ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee) হিসাবে আবেদন করার জন্য General, OBC, EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ ১,১৮০ টাকা দিতে হবে। তবে SC, ST, PwBD প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
কোল ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেইনি (MT) নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়ায় প্রথমে Computer-Based Test (CBT) নেওয়া হবে। Computer-Based Test (CBT) পরীক্ষায় ২টি পেপার থাকবে।
- Paper I: General Awareness, Reasoning, Numerical Ability, and English.
- Paper II: Discipline-specific professional knowledge.
- Duration: 3 hours (objective type).
- No negative marking.
চূড়ান্ত যোগ্যতা CBT স্কোরের উপর ভিত্তি করে হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাইকরণ এবং মেডিকেল পরীক্ষা করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
- Community Development পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Rural Development or Social Work-এর মতো প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 60% নম্বর পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- Environment পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Environmental Engineering-এ ন্যূনতম 60% নম্বর পেয়ে ডিগ্রি থাকতে হবে।
- Finance পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের CA/ICWA-তে Qualified হতে হবে।
- Legal পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম 60% নম্বর সহ আইনে স্নাতক হতে হবে।
- Marketing & Sales পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম 60% নম্বর সহ মার্কেটিং-এ MBA/PG ডিপ্লোমা থাকতে হবে।
- Materials Management পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের এমবিএ/পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এবং ন্যূনতম 60% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
- Personnel & HR পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের এইচআর বা সংশ্লিষ্ট ক্ষেত্রে পিজি ডিগ্রি/ডিপ্লোমা সহ স্নাতক, ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।
- Security পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ন্যূনতম প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ স্নাতক হতে হবে।
- Coal Preparation পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম 60% নম্বর সহ রাসায়নিক/মাইনিং/ধাতুবিদ্যায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ১৫.০১.২০২৫ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৪.০২.২০২৫ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |