CISF Constable Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিআইএসএফ (CISF) কর্তৃক কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদের জন্য উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে মোট ১১২৪টি শূন্যপদ রয়েছে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Constables/Driver এবং Constables/Driver-Cum-Pump-Operator (Driver for Fire Services) পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: WBSEDCL Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সবমিলিয়ে মোট ১১২৪টি শূন্যপদ রয়েছে।
- কনস্টেবল/ড্রাইভার (Constables/Driver) পদের জন্য শূন্যপদ রয়েছে ৮৪৫টি।
- ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর (Driver-Cum-Pump-Operator) পদের জন্য শূন্যপদ রয়েছে ২৭৯টি।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
বয়স সীমা (Age Limit)
এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০৪/০৩/২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন (Salary)
এই পদগুলিতে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত হবে।
আরও পড়ুন: Indian Coast Guard Navik Recruitment 2025
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদগুলির জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এই পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন।
Part-I: One-Time Registration
- প্রথমে https://cisfrectt.cisf.gov.in-এই ওয়েবসাইটটিতে যেতে হবে।
- এরপরে ‘Login’-এ ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে ‘New Registration’ সিলেক্ট করতে হবে।
- এরপর প্রার্থীদের নিজেদের সমস্ত বিবরণ (নাম, জন্ম তারিখ ইত্যাদি) এবং যোগাযোগের তথ্য (মোবাইল এবং ইমেইল) লিখতে হবে।
- ইমেল এবং SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য ফর্মটি সাবমিট করতে হবে।
আরও পড়ুন: DRDO Recruitment 2025
Part-II: Online Application
- Registration ID এবং Password ব্যবহার করে লগ ইন করতে হবে।
- এরপর “Constable (Driver & DCPO) – 2024” সিলেক্ট করতে হবে। সেখান থেকে “Apply Here”-এ ক্লিক করতে হবে।
- এরপর ফর্মটি পূরণ করতে হবে। তারিখ সহ সাম্প্রতিক ছবি, সিগনেচার, প্রয়োজনীয় নথি (যেমন: বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ইত্যাদি) আপলোড করতে হবে।
- এরপর ফর্মটি সাবমিট করতে হবে।
- এরপরে অনলাইনের মাধ্যমে অথবা SBI চালানের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
- এরপরে ভবিষ্যতে ব্যবহারের জন্য আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে রাখতে হবে।
আরও পড়ুন: South East Central Railway Recruitment 2025
আবেদন ফি (Application Fee)
এই পদগুলিতে আবেদন করার জন্য General, EWS, OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে। তবে SC, ST, ESM প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা প্রদান করতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:
1. Height Bar Test (HBT): এখানে প্রাথমিকভাবে পরীক্ষা করা হবে যে প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত উচ্চতার প্রয়োজনীয়তা পূরণ করতে পারে কিনা।
2. Physical Efficiency Test (PET): Height Bar Test (HBT) ক্লিয়ার করা প্রার্থীদের নিম্নলিখিত শারীরিক পরীক্ষা দিতে হবে:
- 800-meter run
- Long jump
- High jump
3. Physical Standard Test (PST): এখানে উচ্চতা, বুক এবং ওজনের পরিমাপ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট মান অনুযায়ী নেওয়া হবে।
4. Trade Test: এখানে প্রার্থীরা যে ট্রেডের জন্য আবেদন করেছেন তার মূল্যায়ন করা হবে।
5. Written Examination: এখানে OMR বা CBT মোডে একটি পরীক্ষা নেওয়া হবে।
6. Detailed Medical Examination (DME): এখানে প্রার্থীদের শারীরিক ও চিকিৎসা ফিটনেস নিশ্চিত করার জন্য একটি মেডিকেল চেক-আপ করা হয়।
বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- কনস্টেবল/ড্রাইভার (Constables/Driver) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা বা তার সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে।
- ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর (Driver-Cum-Pump-Operator) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা বা তার সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট গাড়ির প্রকারের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: SBI Job News: স্টেট ব্যাঙ্কে ক্লার্কের চাকরি, পরীক্ষা কবে?
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ০৩/০২/২০২৫ তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৪/০৩/২০২৫ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |