সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া-তে IT অফিসার নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত (Central Bank of India IT Officer Recruitment 2025)

Central Bank of India IT Officer Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) কর্তৃক নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) ২০২৫ সালের জন্য চুক্তির ভিত্তিতে আইটি অফিসার (IT Officer) নিয়োগ করার ঘোষণা করেছে। এখানে মোট ২৪টি শূন্যপদ রয়েছে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুক্তির ভিত্তিতে আইটি অফিসারদের নিয়োগ করছে। নীচে উপলব্ধ পদগুলি উল্লেখ করা হল।

1. Database SQL Developer

2. Software Tester (Loan Management)

3. Product Implementation (Loan Management System)

4. IT Lead Product Implementation (UPI)

5. IT Lead – Card Products

6. IT Lead – Reconciliation and Transaction Banking

7. Frontend Developers (UPI/BBPS)

8. Backend Developers (UPI/BBPS)

9. Junior Developers

10. Support Executive (L2)

11. Support Executive (L1)

12. Software Tester (UPI/BBPS)

আরও পড়ুন: Coal India Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ২৪টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদ নীচে উল্লেখ করা হল।

পদের নামশূন্যপদ
Database SQL Developer
Software Tester (Loan Management)
Product Implementation (Loan Management System)
IT Lead Product Implementation (UPI)
IT Lead – Card Products
IT Lead – Reconciliation and Transaction Banking
Frontend Developers (UPI/BBPS)
Backend Developers (UPI/BBPS)
Junior Developers
Support Executive (L2)
Support Executive (L1)
Software Tester (UPI/BBPS)

আরও পড়ুন: ONGC Associate Consultant Recruitment 2025

বয়স সীমা (Age Limit)

পদ অনুযায়ী বয়স সীমা নীচে উল্লেখ করা হল।

পদের নামবয়স সীমা
Database SQL Developerএই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
Software Tester (Loan Management)এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
Product Implementation (Loan Management System)এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
IT Lead Product Implementation (UPI)এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
IT Lead – Card Productsএই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
IT Lead – Reconciliation and Transaction Bankingএই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
Frontend Developers (UPI/BBPS)এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
Backend Developers (UPI/BBPS)এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
Junior Developersএই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
Support Executive (L2)এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
Support Executive (L1)এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
Software Tester (UPI/BBPS)এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: Anandadhara Prakalpa Recruitment 2025

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদগুলির জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। www.hireplusplus.com-এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

1. Curriculum Vitae (CV) Evaluation

2. Preliminary Screening

3. AI-Based Interview

4. Subject Matter Expert (SME) Review

5. Final Round

আরও পড়ুন: Kolkata High Court Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • Database SQL Developer পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের B.E./B.Tech in Computer Science/IT/Electronics অথবা MCA/M.Sc-IT-তে ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকতে হবে।
  • Software Tester (Loan Management) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে B.E./B.Tech অথবা MCA/M.Sc-IT-তে ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকতে হবে।
  • Product Implementation (Loan Management System) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে B.E./B.Tech অথবা MCA/M.Sc-IT-তে ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকতে হবে।
  • IT Lead (UPI/BBPS/NPCI) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে B.E./B.Tech অথবা MCA/M.Sc-IT-তে ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক ক্ষেত্রে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Junior Developer পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে B.E./B.Tech অথবা MCA/M.Sc-IT-তে ন্যূনতম 60% নম্বর পেয়ে থাকতে হবে।
  • এখানে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: নিয়ম লঙ্ঘনের অভিযোগ স্কুলের বিরুদ্ধে; ২৯ স্কুলকে শো-কজ নোটিশ দিল CBSE, কোন কোন স্কুল? জেনে নিন

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ১৫.০১.২০২৫ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬.০১.২০২৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: নিয়ম লঙ্ঘনের অভিযোগ স্কুলের বিরুদ্ধে; ২৯ স্কুলকে শো-কজ নোটিশ দিল CBSE, কোন কোন স্কুল? জেনে নিন

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here

আরও পড়ুন: UGC: এই ৩ বিশ্ববিদ্যালয়ে Ph.D-র নিয়ম লঙ্ঘনের অভিযোগ! পড়ুয়া-ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করলো ইউজিসির

Leave a Comment