স্কুল শিক্ষা ব্যবস্থার সাথে কোনো রকম আপোষ করা হবেনা এই নিয়ে কড়া বার্তা দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) বা সিবিএসই (CBSE)। চলতি সপ্তাহের বৃহস্পতিবার সিবিএসই (CBSE)-এর তরফ থেকে এর অধীনস্ত স্কুলগুলির অ্যাফিলিয়েশন সংক্রান্ত আইনের বেশ কিছু নিয়মকানুন সঠিক ভাবে না মানার জন্য সারা দেশের মোট ২৯টি স্কুলকে শো-কজ (CBSE Show Cause) করা হয়েছে। গতবছর ডিসেম্বরে কিছু অভিযোগের সূত্রে স্কুলগুলিতে বিশেষ ইনস্পেকশন চালানোর সময় এই আইন না মানার বিষয়টি সামনে আসে। অভিযোগের সত্যতা পাওয়ার জেরেই স্কুলগুলিকে এরপর শো-কজ করা হয়।
সিবিএসই (CBSE)-এর করা তদন্তে দেখা গিয়েছে কিছু স্কুল আছে যারা অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে তথ্যে বেশকিছু কারচুপি ঘটিয়েছে। আবার এমন কিছু স্কুল আছে যারা খাতায় কলমে পড়ুয়া দেখালেও তাদের উপস্থিতি প্রমাণ করতে পারেনি। সিবিএসই (CBSE) নির্ধারিত পরিকাঠামোগত ও অ্যাকাডেমিক ক্ষেত্রে যে মানদণ্ড আছে সেগুলি উক্ত স্কুলগুলি পূরণ করতে পারেনি। ফলস্বরূপ বিস্তারিত তদন্ত চালিয়ে সিবিএসই (CBSE) ২৯টি স্কুলকে শো-কজ করেছে।
শো-কজ নোটিশ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে শো-কজ নোটিশের (CBSE Show Cause) জবাব স্কুলগুলিকে দিতে বলা হয়েছে। সঠিক ভাবে শো-কজের জবাব দিতে না পারলে পরবর্তীতে আরও কড়া পদাক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে সিবিএসই (CBSE)।
আরও পড়ুন: UGC: এই ৩ বিশ্ববিদ্যালয়ে Ph.D-র নিয়ম লঙ্ঘনের অভিযোগ! পড়ুয়া-ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করলো ইউজিসির
সিবিএসই (CBSE)-এর শো-কজ করা স্কুলের তালিকায় থাকা ২৯টি বেসরকারি স্কুলের মধ্যে বেশীরভাগই (১৮টি) স্কুল রয়েছে দিল্লিতে। এছাড়া বাকি ১১টি স্কুলের মধ্যে ২টি করে স্কুল রয়েছে গুজরাত, কর্ণাটক, ছত্তিশগড় ও বিহারে। অবশিষ্ট ৩টি স্কুল উত্তরপ্রদেশে অবস্থিত। প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে এরকম শো-কজ নোটিশ যথাক্রমে ২৭টি ও ৩৪টি স্কুলে সিবিএসই (CBSE) পাঠিয়েছিল।
আরও পড়ুন: Kolkata Metro Recruitment 2025
সিবিএসই (CBSE)-এর শো-কজ নোটিশ তালিকায় থাকা দিল্লির স্কুলগুলি হল
১) নভ জৈন দ্বীপ পাবলিক স্কুল, পালাম রোড।
২) নবযুগ কনভেন্ট স্কুল, ঝারোদা।
৩) সেন্ট্রাল অ্যাকাডেমি ইন্টারন্যাশনাল স্কুল, দ্বারকা।
৪) অক্সফোর্ড পাবলিক স্কুল, নেহেরু নগর।
৫) জে এন ইন্টারন্যাশনাল স্কুল, ভিল আলি।
আরও পড়ুন: NTPC Limited Senior Executive Recruitment 2025
৬) ইন্দ্রপ্রস্থ কনভেন্ট স্কুল।
৭) হোলি ওয়ার্ল্ড স্কুল, অর্জুন পার্ক।
৮) আকাশ ইন্টারন্যাশনাল স্কুল।
৯) অক্সফোর্ড পাবলিক স্কুল, নেহেরু নগর।
১০) নিউ কৃষ্ণা মডেল পাবলিক স্কুল, রাওতা।
১১) জাগৃতি পাবলিক স্কুল, সঙ্গম বিহার।
১২) এস ডি মেমোরিয়াল বিদ্যামন্দির, দ্বারকা।
আরও পড়ুন: UCO Bank Recruitment 2025
১৩) সি আর ওয়েসিস কনভেন্ট স্কুল, নাজফগড়।
১৪) ব্রহ্মশক্তি পাবলিক স্কুল।
১৫) রিচমন্ড গ্লোবাল স্কুল।
১৬) গ্লোরিয়াস পাবলিক স্কুল।
১৭) দীনবন্ধু পাবলিক স্কুল।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে জেলার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে , বেতন প্রতিমাসে ১৩,৫০০ টাকা।