Madhyamik 2025: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে বড়ো খবর সামনে এলো, জেনে নিন বিস্তারিত

Madhyamik 2025: নতুন বছর শুরু মানেই মাধ্যমিক (Madhyamik 2025) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নতুন বছর শুরু হওয়ার পর জানুয়ারি মাস প্রায় শেষের দিকে মাধ্যমিক পরীক্ষা আসতে আর খুব বেশি দেরি নেই। পরীক্ষার্থীরা এখন বেশ টেনশনের মধ্যে দিন কাটাচ্ছে।

তবে এসবের মধ্যেই তাদের কথা ভেবে মধ্যশিক্ষা পর্ষদ বা WBBSE (West Bengal Board of Secondary Education) নতুন একটি সিদ্ধান্ত ঘোষণা করল। পরীক্ষার্থীদের উত্তর মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নের জন্য নতুন একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের খাতা দেখার পর তাদের নম্বর আরও নির্ভুলভাবে উল্লেখ করার জন্য পরীক্ষকদের আলাদা শিটে সেই নম্বর লিখতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ এমনটাই ঘোষণা করেছে। এর জন্য পর্ষদের তরফ থেকে আলাদা কেজিং শিটের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: Career Suggestion: কোন কেরিয়ার ভালো ভারতে বড়লোক হতে হলে? কী করবেন কলেজ পাস করার পর?

আর এর মধ্যেই পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর লিখতে হবে। এতদিন পর্যন্ত যে নিয়ম চালু ছিল তাতে পরীক্ষকরা খাতার মধ্যে তাদের প্রাপ্ত নম্বর লিখত। অর্থাৎ পরীক্ষার্থীরা যে প্রশ্নে যত নম্বর পায় সেটা উত্তরের পাশেই লিখতে হতো। আর এরপর সবগুলো নম্বর যোগ করে প্রাপ্ত নম্বর মূল খাতার একদম উপরে লেখা হতো।

এই নিয়মগুলো একই থাকার পাশাপাশি আলাদা করে এবার থেকে একটা কেজিং শিট থাকবে। প্রার্থীদের মূল খাতার পাশাপাশি সেখানেও প্রাপ্ত নম্বর লিখে রাখতে হবে। আর এই শিট প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে হবে। সেই সিটের মধ্যে একাধিক বিষয়ের নম্বর উল্লিখিত থাকবে।

আরও পড়ুন: Punjab & Sind Bank BMC Recruitment 2025

নম্বরের নির্ভুল বিবরণের কথা ভেবে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের তাদের প্রাপ্ত নম্বর নিয়ে যদি কোন সন্দেহ থাকে তাহলে তারা সেই বিষয়ের উপর চ্যালেঞ্জ করতে পারে।

আরও পড়ুন: SBI Job: লিখিত পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ লক্ষ টাকার অধিক বেতনে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

অনেক সময় প্রার্থীদের নম্বর নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। নম্বর অস্পষ্ট থাকার অভিযোগও তারা করে থাকে। এই বিষয়গুলি চিন্তা করেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আলাদা সিটের সমস্ত পরীক্ষার্থীর নম্বর তোলা থাকলে এই বিষয়ে আর কোন অসঙ্গতি প্রশ্ন থাকবে না। পাশাপাশি নম্বর নিয়ে ঝামেলা অনেকটা এড়ানো যাবে।

আরও পড়ুন: WB ICDS Supervisor Recruitment 2025: অবশেষে সবুজ সংকেত ১,৭০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের! জেনে নিন বিস্তারিত

Leave a Comment