TCL Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ট্রুপ কমফোর্টস লিমিটেড (TCL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Troop Comforts Limited (TCL) কর্তৃক সারা ভারত জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Troop Comforts Limited (TCL) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
যে সমস্ত পদে নিয়োগ করা হবে তা নীচে উল্লেখ করা হলো। এছাড়াও এই পদগুলির নিয়োগ কোন কোন স্থানে হবে সেটিও উল্লেখ করা হলো।
পদের নাম | নিয়োগের স্থান |
Sr. Manager Security & Administration | Avadi (Chennai) |
Sr. Manager HR & Labour Relation | Hazratpur (Firozabad) |
Quality Manager | Kanpur |
Footwear Technologist | Kanpur |
Data Base Administrator | Kanpur, Shahjahanpur, Avadi (Chennai) (Firozabad) & Hazratpur |
আরও পড়ুন: PNB SO Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
সবগুলি পদ মিলিয়ে মোট ৯টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদ নীচে উল্লেখ করা হলো।
পদের নাম | শূন্যপদ |
Sr. Manager Security & Administration | ০১ |
Sr. Manager HR & Labour Relation | ০১ |
Quality Manager | ০১ |
Footwear Technologist | ০১ |
Data Base Administrator | ০৫ |
আরও পড়ুন: IOCL AQCO Recruitment 2025
বয়স সীমা (Age Limit)
পদ অনুযায়ী বয়স সীমা নীচে উল্লেখ করা হলো।
পদের নাম | বয়স সীমা |
Sr. Manager Security & Administration | এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৫৮ বছরের মধ্যে হতে হবে। |
Sr. Manager HR & Labour Relation | এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। |
Quality Manager | এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। |
Footwear Technologist | এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। |
Data Base Administrator | এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। |
বেতন (Salary)
পদ অনুযায়ী বেতনক্রম নীচে উল্লেখ করা হলো।
- Sr. Manager Security & Administration পদের জন্য নিযুক্ত কর্মীদের বেতন ১,১০,০০০ টাকা হবে । এর সাথে ১১,০০০ টাকা চিকিৎসা ভাতা (Fixed Medical Allowance) হিসেবে দেওয়া হবে।
- Sr. Manager HR & Labour Relation পদের জন্য নিযুক্ত কর্মীদের বেতন ১,০০,০০০ টাকা হবে । এর সাথে ১,০০০ টাকা চিকিৎসা ভাতা (Fixed Medical Allowance) হিসেবে দেওয়া হবে।
- Quality Manager পদের জন্য নিযুক্ত কর্মীদের বেতন ১,০০,০০০ টাকা হবে । এর সাথে ১,০০০ টাকা চিকিৎসা ভাতা (Fixed Medical Allowance) হিসেবে দেওয়া হবে।
- Footwear Technologist পদের জন্য নিযুক্ত কর্মীদের বেতন ১,০০,০০০ টাকা হবে । এর সাথে ১,০০০ টাকা চিকিৎসা ভাতা (Fixed Medical Allowance) হিসেবে দেওয়া হবে।
- Data Base Administrator পদের জন্য নিযুক্ত কর্মীদের বেতন ৬০,০০০ টাকা হবে । এর সাথে ১,০০০ টাকা চিকিৎসা ভাতা (Fixed Medical Allowance) হিসেবে দেওয়া হবে।
আরও পড়ুন: Bank of India Recruitment 2025
আবেদন প্রক্রিয়া (Application Process)
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অবশ্যই https://www.troopcomfortslimited.co.in-এ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। হার্ড কপির মাধ্যমে জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন আবেদনের পাশাপাশি, প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত নথিগুলির স্ক্যান করা সেলফ অ্যাটেস্টেড করা কপি আপলোড করতে হবে:
1. Educational qualifications
2. Proof of age
3. Experience certificates
4. Any other relevant documents
আবেদন ফি (Application Fee)
এই পদগুলিতে আবেদন করার জন্য General প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা প্রদান করতে হবে। SC/ST/PWD/Ex-Serviceman প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা প্রদান করতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এখানে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
- Sr. Manager Security & Administration পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ফুল-টাইম ব্যাচেলর ডিগ্রি (ন্যূনতম ৩ বছর) থাকতে হবে।
- Sr. Manager HR & Labour Relation পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ফুলটাইম ব্যাচেলর ডিগ্রি এবং HR/Personnel/Management-এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- Quality Manager পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Textile Technology/Engineering বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- Footwear Technologist পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Degree/Diploma in Footwear Design এবং M.Des in Footwear Design বা এর সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
- Data Base Administrator পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Bachelor’s Degree এবং Certification in Database Management System থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত ভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদগুলির জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, ২০২৫।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |