GAIL Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। গেইল ইন্ডিয়া লিমিটেড (GAIL India Limited)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Gas Authority of India Limited (GAIL) কর্তক Part-time Medical Professional পদে নিয়োগ করা হবে। ৬ মাসের মেয়াদের ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। এখানে ১টি মাত্র শূন্যপদ রয়েছে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Gas Authority of India Limited (GAIL)-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
- Part-time General Physician পদে নিয়োগ করা হবে।
- ৬ মাসের মেয়াদে এই পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে ১টি মাত্র শূন্যপদ রয়েছে।
বেতন (Salary)
এই পদে নিযুক্তদের প্রতি ঘন্টায় ২,৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেই আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর সেই পূরণ করা আবেদন পত্র এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত প্রাসঙ্গিক শংসাপত্রের অরিজিনাল কপি এবং এক সেট ফটোকপি ও ২টি পাসপোর্ট আকারের রঙিন ছবি নিয়ে ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন: ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতনে BCPL সংস্থায় অফিসার নিয়োগ চলছে, জেনে নিন বিস্তারিত
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদন পত্র এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত প্রাসঙ্গিক শংসাপত্র সহযোগে ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে বড়ো খবর সামনে এলো, জেনে নিন বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের MCI স্বীকৃত MBBS ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি Training in Industrial Health/Diploma in Industrial Health-এর সার্টিফিকেট থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: Career Suggestion: কোন কেরিয়ার ভালো ভারতে বড়লোক হতে হলে? কী করবেন কলেজ পাস করার পর?
ইন্টারভিউয়ের দিন (Date of Interview)
29.01.2025
ইন্টারভিউয়ের সময় (Time of Interview)
11:00 AM
আরও পড়ুন: Punjab & Sind Bank BMC Recruitment 2025
ইন্টারভিউয়ের স্থান (Venue of an Interview)
GAIL (India) Limited, Chhainsa Compressor Station, Ballabhgarh, Distt: Faridabad, Haryana — 121004.
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |