AIIMS Kalyani Recruitment 2025: ২০,০০০ টাকা মাসিক বেতনে কল্যাণী এইমস-এ নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

AIIMS Kalyani Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস কল্যাণী)-এর তরফ থেকে “Artificial Intelligence -Based tool for the detection of Breast & Oral Cancer”-এই রিসার্চ প্রোজেক্টের অধীনে মেয়াদের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই রিসার্চ প্রোজেক্টের অধীনে Project Technical Support II পদে নিয়োগ করা হবে। ছয় মাসের মেয়াদে বা প্রোজেক্টটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সময়কালে এই পদে নিয়োগ করা হবে। এখানে ১টি মাত্র শূন্যপদ রয়েছে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani Campus-এর তরফ থেকে নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

“Artificial Intelligence -Based tool for the detection of Breast & Oral Cancer”-এই রিসার্চ প্রোজেক্টের অধীনে Project Technical Support II পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Job News: MBMA সংস্থায় ট্রেনিং শেষে চাকরির সুযোগ, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে মোট ১টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

আরও পড়ুন: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর হতে হবে।

৬০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতনে ICSI-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? (ICSI Recruitment 2025)

বেতন (Salary)

এই পদে নিযুক্তদের মাসিক বেতন ২০,০০০ টাকা দেওয়া হবে। এর সাথে HRA (বাড়ি ভাড়া ভাতা) দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের https://forms.gle/Jzmj3kakzgPqefxu6 এই লিঙ্কে গিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপরে বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শংসাপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।

আরও পড়ুন: সরাসরি গেইল ইন্ডিয়া লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ! রইলো বিস্তারিত (GAIL Recruitment 2025)

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এই পদের জন্য প্রার্থীদের নির্বাচন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে। এইমস কল্যাণীতে অফলাইন মোডে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বিজ্ঞান বিষয়ে দ্বাদশ শ্রেণি পাস করে থাকতে হবে। এর পাশাপাশি MLT/DMLT/ Engineering-এ ডিপ্লোমা করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিকল্পভাবে, প্রাসঙ্গিক ক্ষেত্রে ৩ বছরের স্নাতক ডিগ্রি এবং ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
  • শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন প্রক্রিয়া সহ জেনে নিন বিস্তারিত (DIET Kolkata Guest Faculty Recruitment 2025)

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই নিয়োগের বিজ্ঞাপনটি প্রকাশের তারিখ থেকে আগামী ১০ দিন পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ হল ২৮ জানুয়ারি, ২০২৫।

আরও পড়ুন: ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতনে BCPL সংস্থায় অফিসার নিয়োগ চলছে, জেনে নিন বিস্তারিত

ইন্টারভিউয়ের দিন (Date of Interview)

February 5, 2025, at 10:00 AM

ইন্টারভিউয়ের স্থান (Venue of an Interview)

at Department of Pathology & Lab Medicine, AIIMS, Kalyani

আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে বড়ো খবর সামনে এলো, জেনে নিন বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here

আরও পড়ুন: Career Suggestion: কোন কেরিয়ার ভালো ভারতে বড়লোক হতে হলে? কী করবেন কলেজ পাস করার পর?

Leave a Comment