CBSE: পরীক্ষা বাতিল মোবাইল নিয়ে ধরা পড়লেই! শাস্তি ভুয়ো খবর ছড়ালে; বোর্ড পরীক্ষার আগে বড় ঘোষণা CBSE-র

CBSE আয়োজিত আসন্ন দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার (CBSE Board exams) পরীক্ষার্থীদের জন্য কিছু নীতি নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে CBSE দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আয়োজিত হবে। তাই এই পরীক্ষা বিষয়ক নীতি নির্দেশিকা জারি করে পড়ুয়াদের বার্তা দিল CBSE (Central Board of Secondary Education)।

Central Board of Secondary Education (CBSE) নিয়ন্ত্রিত সমস্ত স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে জারি করা এই নোটিশে বলা হয়েছে যে আসন্ন বোর্ড পরীক্ষার মান বজায় রাখতে কোনো রকম আপোষ করা হবে না। সার্বিকভাবে স্বচ্ছতা সহকারে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে। পরীক্ষা চলাকালীন কী কী করা যাবেনা সেই সম্পর্কে সুনির্দিষ্ট নিয়মাবলী প্রদান করা হয়েছে এবং কঠোরভাবে সেই নিয়মগুলিকে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালীন কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত স্কুল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার নিয়মাবলী, নিয়ম অমান্যকারীর শাস্তি বা জরিমানা সম্পর্কে যাবতীয় তথ্য বিজ্ঞপ্তি আকারে স্কুল কর্তৃপক্ষকে পড়ুয়া এবং তাদের অভিভাবকদের জানাতে হবে।

আরও পড়ুন: AIIMS Kalyani Recruitment 2025

পরীক্ষার দিন কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস পড়ুয়াদের আনা চলবে না পরীক্ষা কেন্দ্রে। যদি কোনো পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস সহ ধরা হয় তাহলে তার যথাযোগ্য শাস্তি হবে। এছাড়া কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরীক্ষা বিষয়ে কোনোরকম ভুয়ো খবর কেউ যদি প্রচার করে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: Job News: MBMA সংস্থায় ট্রেনিং শেষে চাকরির সুযোগ, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

অভিযুক্ত পরীক্ষার্থীর শাস্তি বিষয়ে সিবিএসই (CBSE)-এর বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে ইলেকট্রনিক ডিভাইস সহ কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তার বর্তমান শিক্ষাবর্ষ সহ আগামী বছরের পরীক্ষাও বাতিল হয়ে যাবে।

কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে যে যে জিনিসগুলি নিয়ে যেতে পারেন সেগুলি হল-

i) স্কুলের আইডি কার্ড।

ii) পরীক্ষার অ্যাডমিট কার্ড।

iii) একটি ফটো আইডি প্রুফ।

iv) জ্যামিতি বক্স,পেন,স্কেল।

আরও পড়ুন: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর হতে হবে।

v) লেখার প্যাড।

vi) ট্রান্সপারেন্ট জলের পাউচ।

vii) অ্যানালগ ঘড়ি৷

viii) বাসের পাস কিংবা মেট্রোর কার্ড।

আরও পড়ুন: সরাসরি গেইল ইন্ডিয়া লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ! রইলো বিস্তারিত (GAIL Recruitment 2025)

Leave a Comment