BCPL Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড (বিসিপিএল)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি (ADVT. NO. BCPL-33/2025) প্রকাশ করা হয়েছে। Brahmaputra Cracker and Polymer Limited (BCPL) কর্তৃক অফিসার (ল্যাবরেটরি) এবং অফিসার (হিন্দি) পদে নিয়োগ করা হবে। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Brahmaputra Cracker and Polymer Limited (BCPL) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Officer (Laboratory) এবং Officer (Hindi) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
সবমিলিয়ে মোট ৩টি শূন্যপদ রয়েছে।
- Officer (Laboratory) পদের জন্য ২টি শূন্যপদ রয়েছে।
- Officer (Hindi) পদের জন্য ১টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে বড়ো খবর সামনে এলো, জেনে নিন বিস্তারিত
বয়স সীমা (Age Limit)
Officer (Laboratory) এবং Officer (Hindi) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
Officer (Laboratory) এবং Officer (Hindi) পদে নিযুক্ত কর্মীদের বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত হবে।
আরও পড়ুন: Career Suggestion: কোন কেরিয়ার ভালো ভারতে বড়লোক হতে হলে? কী করবেন কলেজ পাস করার পর?
আবেদন প্রক্রিয়া (Application Process)
Officer (Laboratory) এবং Officer (Hindi) পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের Brahmaputra Cracker and Polymer Limited (BCPL)-এর অফিসিয়াল ওয়েবসাইট https://bcplonline.co.in/-এর ক্যারিয়ার বিভাগে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করতে হবে। Officer (Laboratory) পদে রেজিস্টার করার জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক ২৯.০১.২০২৫ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত খোলা থাকবে। Officer (Hindi) পদে রেজিস্টার করার জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক ৩০.১.২০২৫ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন: Career Suggestion: কোন কেরিয়ার ভালো ভারতে বড়লোক হতে হলে? কী করবেন কলেজ পাস করার পর?
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদগুলিতে নিয়োগ করা হবে। নিম্নে উল্লিখিত ডকুমেন্টসগুলি নিয়ে প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
- জন্ম তারিখের প্রমাণ।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
- অভিজ্ঞতার শংসাপত্র।
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
- সরকারী বা পাবলিক সেক্টর সংস্থায় নিযুক্ত প্রার্থীদের জন্য No Objection Certificate (NOC)।
এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: Punjab & Sind Bank BMC Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- Officer (Laboratory) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৬০% নম্বর নিয়ে রসায়ন (Chemistry) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (M.Sc) থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাও থাকতে হবে।
- Officer (Hindi) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৬০% নম্বর নিয়ে Hindi literature বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও স্নাতকের একটি বিষয় হিসেবে ইংরেজি থাকতে হবে। এর পাশাপাশি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে translation in Hindi to English বা translation in English to Hindi কোর্সের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। এর সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাও থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই ১৫.০১.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। Officer (Laboratory) পদের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ২৯.০১.২০২৫ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত। Officer (Hindi) পদের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ৩০.০১.২০২৫ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত।
ইন্টারভিউয়ের স্থান (Venue of Interview)
NRL Centre, Guwahati, Assam.
ইন্টারভিউয়ের দিন (Date of Interview)
- Officer (Laboratory): 30th January 2025
- Officer (Hindi): 31st January 2025
- Reporting Time: 8:30 AM
আরও পড়ুন: TCL Recruitment 2025
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |