সরাসরি অঙ্গনওয়াড়িতে হেল্পার ও সুপারভাইজার নিয়োগ চলছে, এই দিন আবেদনের শেষ তারিখ! (Anganwadi Recruitment 2025 Apply Online @ wcd.nic.in)

Anganwadi Supervisor Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Ministry of Women and Child Development (MWCD)-এর তরফ থেকে অঙ্গানওয়াড়ি ও হেল্পার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ৪০,০০০ শূন্যপদে এখানে নিয়োগ করা হবে। আসুন এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Ministry of Women and Child Development (MWCD) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

অঙ্গানওয়াড়ি ও হেল্পার পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Central Bank of India Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে প্রায় ৪০,০০০ শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়স সীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: Uttar Dinajpur District Court English Stenographer Recruitment 2025

বেতন (Salary)

  • Anganwadi Helper পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৮,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হবে।
  • Anganwadi Supervisor পদে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ১২,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত হবে।

আরও পড়ুন: SBI Trade Finance Officer Recruitment 2025

আবেদন প্রক্রিয়া (Application Process)

এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের https://wcd.gov.in/-এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন জানাতে হবে।

আবেদন ফি (Application Fee)

এখানে আবেদন করার জন্য General/OBC শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। তবে SC/ST/PwBD/Women প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা দিতে হবে না।

৮২৫টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত (Rajkot Municipal Corporation Apprentice Recruitment 2025 Apply Online)

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

1. Merit List

2. Document Verification

3. Final Selection

আরও পড়ুন: Airport Authority of India Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • Anganwadi Helper পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণী পাস করে থাকতে হবে।
  • Anganwadi Supervisor পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন: Indian Army: ৩৮১ শূন্যপদে ভারতীয় সেনার পক্ষ থেকে কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, জেনে নিন কারা কীভাবে আবেদন করবেন

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এখানে আবেদন প্রক্রিয়া ১০.০১.২০২৫ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫.০২.২০২৫ তারিখ পর্যন্ত।

Official Website Site Link

Leave a Comment