ICSI Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া (আইসিএসআই)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Institute of Company Secretaries of India (ICSI) কর্তৃক IEPFA Executives হিসাবে নিয়োগ করা হবে। প্রায় ২০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Institute of Company Secretaries of India (ICSI) কর্তৃক নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
IEPFA Executives হিসাবে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
প্রায় ২০টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
IEPFA Executives পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
IEPFA Executives পদে নিযুক্তদের বেতন প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত হবে।
আরও পড়ুন: ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতনে BCPL সংস্থায় অফিসার নিয়োগ চলছে, জেনে নিন বিস্তারিত
আবেদন প্রক্রিয়া (Application Process)
IEPFA Executives পদে আবেদন করার জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের Institute of Company Secretaries of India (ICSI)-এর অফিসিয়াল ওয়েবসাইট www.icsi.edu-এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের তাদের ছবি, সিগনেচার এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথির স্ক্যান কপিও আপলোড করতে হবে। বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে বড়ো খবর সামনে এলো, জেনে নিন বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
IEPFA Executives পদে আবেদন করার জন্য প্রার্থীদের দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়ার সদস্য (Member of The Institute of Company Secretaries of India) হতে হবে।
আরও পড়ুন: Career Suggestion: কোন কেরিয়ার ভালো ভারতে বড়লোক হতে হলে? কী করবেন কলেজ পাস করার পর?
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদন প্রক্রিয়া ২২.০১.২০২৫ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৭.০২.২০২৫ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: Punjab & Sind Bank BMC Recruitment 2025
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |