DRDO Recruitment 2025: দেশের যোগ্য শিক্ষার্থীদের জন্য আজ একটি সুখবর নিয়ে এসেছি আমরা। Defence Research and Development Laboratory (DRDL) Apprentices Act, 1961-এর অধীনে বিভিন্ন ট্রেডে এক বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ (Apprenticeship Training) দেওয়ার জন্য আইটিআই শিক্ষানবিশদের (ITI Apprentices) নিযুক্ত করার কথা জানিয়েছে। এই এক বছরের প্রশিক্ষণে শিক্ষার্থীরা বিভিন্ন দক্ষতা সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠতে পারবে। এছাড়াও এই এক বছরের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেটও দেওয়া হবে। এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণে কীভাবে আবেদন করা যাবে এবং কারা আবেদন করতে পারবেন আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত Defence Research and Development Laboratory (DRDL) অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য নিয়োগ করতে চলেছে। Defence Research and Development Organisation (DRDO)-এর হায়দ্রাবাদ শাখা থেকে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম (Name of the Post)
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে তা নীচে উল্লেখ করা হল।
1. Fitter
2. Turner
3. Machinist
4. Machinist(Grinder)
5. Carpenter
6. Welder
7. Electrician
8. Diesel Mechanic
9. Electronics Mechanic
10. Attendant Operator Chemical Plant
11. Painter
12. Computer Operator and Programming Assistant (COPA)
13. Foundryman
14. Book Binder
আরও পড়ুন: South East Central Railway Recruitment 2025
বেতন (Salary)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য যে সমস্ত যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবে তাদের ভারত সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে ভালো মানের স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এই প্রশিক্ষণে আবেদন করার জন্য www.apprenticeshipindia.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT প্রদত্ত ITI সার্টিফিকেট থাকলে এই প্রশিক্ষণের জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুন: SBI Job News: স্টেট ব্যাঙ্কে ক্লার্কের চাকরি, পরীক্ষা কবে?
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই প্রশিক্ষণে আবেদন করার শেষ তারিখ হল ৩১ জানুয়ারি, ২০২৫।
এছাড়ারাও লেটেস্ট বাংলা খবর সবার আগে জানার জন্য ভিজিট করুন ‘Bangla Today‘ ওয়েবসাইটে।
আরও পড়ুন: ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতনে CPCL সংস্থায় চাকরির সুযোগ, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |
আরও পড়ুন: Indian Bank Recruitment 2025
Read More:
৬,০০০ টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Samsung Galaxy 5G ফোন! জানুন দাম সহ বিস্তারিত
ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 13 Pro 5G, 50MP সেলফি ক্যামেরা এতে আর কী কী আছে?
Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?
লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে মাসে ৭০০০ টাকা ভাতা প্রত্যেক মহিলাকে দেবে মোদী সরকার, শুরু হলো আবেদন
২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল UGC; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও, দেখে নিন তালিকা
UGC: NET বাধ্যতামূলক নয় অধ্যাপক হতে গেলে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কী কী বদল আনছে ইউজিসি