সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া-র অধীনে বিভিন্ন পদে চাকরির সুযোগ, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত (Central Bank of India Recruitment 2025)

Central Bank of India Recruitment 2025: চাকরির প্রার্থীদের জন্য সুখবর। The Central Bank of India Samajik Utthan Avam Prashikshan Sansthan (CBI-SUAPS)-এর তরফ থেকে উত্তরপ্রদেশের কুশিনগরে তাদের Rural Self Employment Training Institute (RSETI)-এর জন্য Faculty, Office Assistants, Attendant and Counselor FLCC পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থাটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

The Central Bank of India Samajik Utthan Avam Prashikshan Sansthan (CBI-SUAPS)-এর তরফ থেকে নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Faculty, Office Assistants, Attendant and Counselor FLCC পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Uttar Dinajpur District Court English Stenographer Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ৫টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদ নীচে উল্লেখ করা হল।

পদের নামশূন্যপদ
Faculty
Office Assistant
Attendant
Counselor FLCC

আরও পড়ুন: SBI Trade Finance Officer Recruitment 2025

বয়স সীমা (Age Limit)

  • Faculty, Office Assistant, Attendant পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • Counselor FLCC পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

  • যোগ্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লখ করা প্রদত্ত ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদন গ্রহণ করার শেষ তারিখ হল ২৫.০১.২০২৫।
  • নির্ধারিত তারিখের পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • এছাড়াও অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে।
  • আবেদনকারীরা কোন পদের জন্য আবেদন করছেন সেটি খামের উপর এইভাবে লিখে দিতে হবে-“Application for the post of Faculty/Office Assistant/Attendant/Counselor FLCC at RSETI centre KUSHINAGAR on contract for the year 2024-25”.
  • এরপরে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

৮২৫টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত (Rajkot Municipal Corporation Apprentice Recruitment 2025 Apply Online)

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

REGIONAL MANAGER/CHAIRMAN, LOCAL ADVISORY COMMITTEE, CENTRAL BANK OF INDIA, REGIONAL OFFICE, 1st FLOOR, A.D. TOWER, BANK ROAD, VIJAY CHOWK, GORAKHPUR-273001.

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যোগ্য প্রার্থীদের Written/Computer Test এবং Interview-এর জন্য ডাকা হবে। এই বিষয়ে Society/Trust-এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

আরও পড়ুন: Airport Authority of India Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নীচে উল্লেখ করা হল।

  • Faculty পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের MSW/MA in Rural Development/MA Sociology/Psychology/BSc (Agri.)/BA with B.Ed যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Office Assistant পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের BSW/BA/B.Com যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • Attendant পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাস করে থাকতে হবে।
  • Counselor FLCC পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: Wildlife Institute of India Recruitment 2025

আবেদনের শেষ তারিখ (Last date of application)

আবেদন গ্রহণ করার শেষ তারিখ হল ২৫.০১.২০২৫।

আরও পড়ুন: Indian Army: ৩৮১ শূন্যপদে ভারতীয় সেনার পক্ষ থেকে কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, জেনে নিন কারা কীভাবে আবেদন করবেন

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official WebsiteClick Here

Leave a Comment