Chennai Petroleum Corporation Limited (CPCL)-এর তরফ থেকে Chemical, Mechanical, Electrical সহ আরো একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। CPCL-এর তরফ থেকে সংক্ষিপ্ত একটি নোটিশ প্রকাশের মাধ্যমে বিষয়টি অবগত করানো হয়েছে। সংশ্লিষ্ট পদগুলোতে প্রার্থীদের নিয়োগের পর প্রতিমাসে ৪০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। CPCL দ্বারা প্রকাশিত চাকরি সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ নিম্নে উল্লেখ করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Chennai Petroleum Corporation Limited (CPCL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
গ্রেড ‘এ’-এর একাধিক বিভাগের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে সেই বিভাগ গুলোর নাম উল্লেখ করা হলো-
১) Chemical
২) Mechanical
৩) Electrical
৪) Official Language
৫) Human Resource
আরও পড়ুন: Indian Bank Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
সবকটি পদ মিলিয়ে মোট ২৫ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বেতন (Salary)
ক্রমিক নম্বর | বিভাগের নাম | মাসিক বেতন |
১ | Chemical | ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা |
২ | Mechanical | ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা |
৩ | Electrical | ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা |
৪ | Official Language | ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা |
৫ | Human Resource | ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা |
আবেদন প্রক্রিয়া (Application Process)
যেসব প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য CPCL-এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট cpcl.co.in-এ যেতে হবে।
আরও পড়ুন: AIIMS Kalyani Recruitment 2025
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
CPCL-এর তরফ থেকে এই চাকরি সম্পর্কে সংক্ষিপ্ত একটি নোটিশ প্রকাশের মাধ্যমে বিষয়টি অবগত করানো হয়েছে। চাকরি প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি সহ আরো বিস্তারিত বিবরণ জানতে পারবে cpcl.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে।
আরও পড়ুন: Job News: MBMA সংস্থায় ট্রেনিং শেষে চাকরির সুযোগ, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত
গুরুত্বপূর্ন লিংক (Important Links)
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে দেখুন |
অফিসিয়াল নোটিশ | এখানে দেখুন |
আরও পড়ুন: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর হতে হবে।