UGC: এই ৩ বিশ্ববিদ্যালয়ে Ph.D-র নিয়ম লঙ্ঘনের অভিযোগ! পড়ুয়া-ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করলো ইউজিসির

পিএইচডির নিয়ম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের জেরে আগামী ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হল রাজস্থানের তিনটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) একটি ঘোষণায় জানিয়েছে মোট তিনটি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সংক্রান্ত নিয়মাবলি লঙ্ঘনের (PhD Norms) অভিযোগে অভিযুক্ত করে সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ তালিকায় (UGC Banned) থাকা বিশ্ববিদ্যালয়গুলি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৯-৩০ এই ৫ টি শিক্ষাবর্ষে কোনোরূপ পড়ুয়া পিএইচডি পাঠ্যক্রমে ভর্তি করতে পারবেনা। রাজস্থানে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়গুলি হল ঝুনঝুনুর সিঙ্ঘানিয়া বিশ্ববিদ্যালয়, চুরুর ওপিজেএস বিশ্ববিদ্যালয় এবং আলোয়ারের সানরাইজ বিশ্ববিদ্যালয়।

ইউজিসি (UGC) তার ঘোষণায় জানিয়েছে নির্দিষ্ট সূত্রে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে দেখা গিয়েছে এই তিনটি বিশ্ববিদ্যালয়ই পিএইচডির সংক্রান্ত নিয়মাবলি সঠিক ভাবে অনুসরণ করেনি।

এই তিনটি বিশ্ববিদ্যালয়কে আগেই এই অভিযোগ সম্পর্কে অবহিত করে তাদের উত্তর জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সেই উত্তর আশানুরূপ না হওয়ায় এই কঠিন পদক্ষেপ নিতে হল।

আরও পড়ুন: Kolkata Metro Recruitment 2025

প্রসঙ্গত ইউজিসি (University Grants Commission) আগেই বিশ্ববিদ্যালয়গুলিতে পিএইচডির নিয়মাবলি অনুসন্ধান ও পর্যালোচনা করার জন্য একটি স্থায়ী কমিটি গঠন করেছিল। এই কমিটিই এই সংক্রান্ত কোনো অভিযোগ এলে খতিয়ে দেখে।

আরও পড়ুন: HS Admit Card 2025

আগামী ৫ বছরের জন্য এই বিশ্ববিদ্যালয় পিএইচডি করাতে পারবে না

ইউজিসি (UGC) তার নির্দেশিকায় জানিয়েছে আগামী ৫ বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলিকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে তাই তারা আগামী ৫ বছর কোনো পড়ুয়া ভর্তি নিতে পারবেনা। পড়ুয়াদেরও এই তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে অনুরোধ করা হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলি থেকে যদি কোনো পিএইচডি ডিগ্রি দেওয়া হয় তবে সেগুলো অবৈধ বলে বিবেচিত হবে।

আরও পড়ুন: NTPC Limited Senior Executive Recruitment 2025

নিষিদ্ধ হতে পারে আরও কিছু বিশ্ববিদ্যালয়

UGC (University Grants Commission)-এর চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন শুধু এই তিন বিশ্ববিদ্যালয় নয় আরও অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির নিয়মনীতি না মানার অভিযোগ এসেছে। সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সেই বিশ্ববিদ্যালয়গুলিকেও নিষিদ্ধ করা হতে পারে। উচ্চশিক্ষা ক্ষেত্রে কোনোরূপ সমঝোতা করা হবেনা বলে চেয়ারম্যান জানিয়েছেন।

আরও পড়ুন: UCO Bank Recruitment 2025

ইউজিসি (UGC) এর আগে গতবছর মে মাসে দেশজুড়ে থাকা রেজিস্ট্রেশন হীন ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছিল। এই তালিকায় কলকাতারও দুটি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছিল।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে জেলার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে , বেতন প্রতিমাসে ১৩,৫০০ টাকা।

Leave a Comment