NTPC: সরাসরি জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনে নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত (NTPC Limited Senior Executive Recruitment 2025)

NTPC Limited Senior Executive Recruitment 2025: National Thermal Power Corporation-এর তরফ থেকে Senior Executive (Commercial) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে মোট ৮ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ২১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে আবেদনের কাজ শুরু হচ্ছে। যারা আবেদন করতে চান তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নিন। নিম্নে এই চাকরির পদের বিষয়ে আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

National Thermal Power Corporation-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Senior Executive (Commercial) পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: UCO Bank Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancy)

Senior Executive (Commercial) পদে সবমিলিয়ে মোট ৮ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন (Salary)

নির্দিষ্ট পদে নিয়োগের পর NTPC এর নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের বেতন প্রদান করা হবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে জেলার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে , বেতন প্রতিমাসে ১৩,৫০০ টাকা।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের NTPC Careers Portal careers.ntpc.co.in-এ গিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন: HS Admit Card 2025

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সংশ্লিষ্ট চাকরির পদে যারা আবেদন করবে সেসব প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন, কাজের বিষয়ে অভিজ্ঞতা অথবা ইন্টারভিউ এর মাধ্যমে সিলেক্ট করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: IOCL Recruitment 2025

আবেদনের শেষ তারিখ (Last date of application)

২১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে সংশ্লিষ্ট পদে চাকরির আবেদন শুরু হবে। আবেদন চলবে ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: UGC Recruitment 2025

সংশ্লিষ্ট পদে চাকরির বিষয়ে ছোট একটি নোটিশ প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে। পরবর্তী আর একটি নোটিশ প্রকাশের মাধ্যমে এই চাকরির বিষয়ে আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন সহ আরো বিস্তারিত তথ্য সেই নোটিশে দেওয়া থাকবে। এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের karmamitra.com-এ চোখ রাখুন।

আরও পড়ুন: Central Bank of India Recruitment 2025

Leave a Comment