IOCL Recruitment 2025: Indian Oil Corporation Limited (IOCL)-এর তরফ থেকে Apprentice এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ২০০ টি। নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের আবেদন চলছে। আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে যারা সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। নিম্নে এই চাকরির একাধিক পদের বিষয়ে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Indian Oil Corporation Limited (IOCL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
১) Trade Apprentice
২) Technician Apprentice
৩) Graduate Apprentice
আরও পড়ুন: RRB Group D Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
Trade Apprentice পদে মোট শূন্য পদের সংখ্যা হল ৫৫ টি, Technician Apprentice পদে মোট শূন্য পদের সংখ্যা হল ২৫ টি Graduate Apprentice পদে মোট শূন্য পদের সংখ্যা ১২০ টি। তিনটি পদ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ২০০ টি।
বয়সসীমা (Age Limit)
৩১.০১.২০২৫ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: CISF Constable Recruitment 2025
বেতন (Salary)
প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগের পর IOCL-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের NAPS/NATS পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুন: WBSEDCL Recruitment 2025
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের মেধার ভিত্তিতে বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। প্রতিটি ট্রেড এর জন্য আলাদা করে যোগ্যতার মান নির্ধারণ করা হবে আর সেই অনুযায়ী তাদের নির্বাচন করা হবে। যদি কোন প্রার্থীর নম্বর একই হয় তাহলে সেক্ষেত্রে বয়সে যিনি বড় থাকবেন তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাইকরণ এবং মেডিকেল ফিটনেস পরীক্ষার জন্য ডাকা হবে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
Trade Apprentice পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ১০ তম পাস, প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই থাকতে হবে। Technician Apprentice পথে আবেদন করার জন্য প্রার্থীদের প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। তবে Graduate Apprentice পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে।
আরও পড়ুন: Indian Coast Guard Navik Recruitment 2025
আবেদনের শেষ তারিখ (Last date of application)
সংশ্লিষ্ট পদে চাকরির আবেদনের কাজ শুরু হচ্ছে আগামী ১৭ ই জানুয়ারি ২০২৫ থেকে এবং এই আবেদন চলবে ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ১১:৫৫ pm পর্যন্ত।
আরও পড়ুন: DRDO Recruitment 2025