WBSEDCL Recruitment 2025: পশ্চিমবঙ্গ বিদ্যুত দপ্তরে চাকরির সুযোগ, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

WBSEDCL Recruitment 2025: West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) তথা বিদ্যুৎ ভবনের তরফ থেকে Special Officer, Security Officer সহ আরো একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবকটি পদ মিলিয়ে মোট ১৫ টি শূন্যপদ রয়েছে। ৬২ বছরের নিচে যে কোন বয়সের প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ২৯,০০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই চাকরির একাধিক পদের বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) বা বিদ্যুৎ ভবন এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

WBSEDCL কর্তৃক যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) Special Officer

২) Security Officer

৩) Assistant Security Officer

৪) Security Supervisor

৫) Special Officer (Land)

আরও পড়ুন: মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

মোট শূন্যপদ (Total Vacancy)

সবকটি পদ মিলিয়ে মোট ১৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে পদ ভিত্তিতে শূন্য পদের বিবরণ তুলে ধরা হলো-

ক্রমিক নম্বরপদের নামশূন্যপদের সংখ্যা
Special Officer৭ টি
Security Officer২ টি
Assistant Security Officer১ টি
Security Supervisor১ টি
Special Officer (Land)৪ টি

আরও পড়ুন: Indian Coast Guard Navik Recruitment 2025

বয়সসীমা (Age Limit)

সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে। এই সীমার নিচে যেকোনো বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবে।

আরও পড়ুন: DRDO Recruitment 2025

বেতন (Salary)

ক্রমিক নম্বর পদের নাম মাসিক বেতন
Special OfficerEx-SDPO/DSP of Police- ৫০,০০০ টাকা

Ex-Inspector of Police- ৪০,০০০ টাকা
Security Officer৫০,০০০ টাকা
Assistant Security Officer৩৩,০০০ টাকা
Security Supervisor২৯,০০০ টাকা
Special Officer (Land)৪৮,০০০ টাকা

আরও পড়ুন: South East Central Railway Recruitment 2025

আবেদন প্রক্রিয়া (Application Process)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট চক্রের পদে আবেদন করতে ইচ্ছুক তাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.wbsedcl.in-এ গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের আবেদনের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউয়ে ডাকা হবে। আর সেই ইন্টারভিউ এর মাধ্যমেই তাদের নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Prasar Varati Recruitment 2025: ১ লক্ষ ২০ হাজার টাকা মাসিক বেতনে প্রসার ভারতীতে কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

প্রত্যেকটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে। এই বিষয়ে বিস্তারিত জানুন www.wbsedcl.in-এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

এছাড়ারাও লেটেস্ট বাংলা খবর সবার আগে জানার জন্য ভিজিট করুন ‘Bangla Today‘ ওয়েবসাইটে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংশ্লিষ্ট চাকরির পদগুলিতে আবেদন করা যাবে আগামী ২৪.০১.২০২৫ তারিখ ০৫.০০ PM পর্যন্ত।

আরও পড়ুন: SBI Job News: স্টেট ব্যাঙ্কে ক্লার্কের চাকরি, পরীক্ষা কবে?

Read More:

৬,০০০ টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Samsung Galaxy 5G ফোন! জানুন দাম সহ বিস্তারিত

ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 13 Pro 5G, 50MP সেলফি ক্যামেরা এতে আর কী কী আছে?

Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?

লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে মাসে ৭০০০ টাকা ভাতা প্রত্যেক মহিলাকে দেবে মোদী সরকার, শুরু হলো আবেদন

২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল UGC; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও, দেখে নিন তালিকা

UGC: NET বাধ্যতামূলক নয় অধ্যাপক হতে গেলে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কী কী বদল আনছে ইউজিসি

Jio vs Airtel Recharge Plans: এক মাসের জন্য জিও নাকি এয়ারটেল কার রিচার্জ প্ল্যান বেশি সস্তা ও সুবিধাযুক্ত? রইলো বিস্তারিত

Leave a Comment