Madhyamik 2025: শিক্ষার্থীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) আয়োজিত এবছরের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এবং চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরীক্ষায় বসার জন্য যে অ্যাডমিট কার্ড পর্ষদ থেকে দেওয়া হয় সেটি দেওয়া হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই অ্যাডমিট কার্ডে কোনোরকম ত্রুটি থাকলে সেটিকে ৬ ফেব্রুয়ারির মধ্যে সংশোধন করিয়ে নিতে হবে।
পর্ষদের পক্ষ থেকে জেলায় জেলায় ক্যাম্প অফিস করে সেখানে উক্ত জেলার স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। এই অ্যাডমিট কার্ডে ভুল থাকলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ পর্ষদের দফতরে গিয়ে লিখিত আবেদন করে সংশোধন করে নেবেন ৬ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন মাধ্যমে কোনো আবেদন গ্রাহ্য হবেনা।
এবছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচী
১০/০২/২০২৫ (সোমবার) – প্রথম ভাষা।
১১/০২/২০২৫ (মঙ্গলবার) – দ্বিতীয় ভাষা।
১৫/০২/২০২৫ (শনিবার) – অঙ্ক।
১৭/০২/২০২৫ (সোমবার) – ইতিহাস।
১৮/০২/২০২৫ (মঙ্গলবার) – ভূগোল।
১৯/০২/২০২৫ (বুধবার) – জীবনবিজ্ঞান।
২০/০২/২০২৫ (বৃহস্পতিবার) – ভৌতবিজ্ঞান।
২২/০২/২০২৫ (শনিবার) – ঐচ্ছিক বিষয়।
আরও পড়ুন: How To Join CBI
এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষা চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষা শুরুর প্রথম ১৫ মিনিট প্রশ্ন পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। ওই সময় লেখা যাবেনা। সর্বমোট পরীক্ষার সময়সীমা ৩ ঘন্টা ১৫ মিনিট যারমধ্যে ৩ ঘন্টা লেখার জন্য বরাদ্দ।
পর্ষদের তরফ থেকে বলা হয়েছে এবছরই প্রথম বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য আলাদা করে রুলটানা উত্তরপত্র পাঠানো হবে। যেসব বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী লেখার জন্য কোনো রাইটার নেন না, তাদের উত্তর লেখার সময় অনেকক্ষেত্রে লাইনের অসুবিধা হয়। সেই সমস্যা দূর করার জন্যই এই সিদ্ধান্ত বলে পর্ষদ জানিয়েছে। এই বিশেষ রুলটানা উত্তরপত্রের প্যাকেট চিহ্নিত করার জন্য তার ওপর ‘সিডব্লিউএসএন’ (Children with Special Needs) লেখা থাকবে।
আরও পড়ুন: Central Bank of India IT Officer Recruitment 2025
মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করানো হয় নবম শ্রেণিতেই। ২০২৫ সালে যেসব পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছিল ৩১ অগাস্ট, ২০২৪ থেকে। এরপর আরও দুই দফায় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলেছে। এখন পর্যন্ত যেসব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য আরেকদফা সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। আগামী ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে বিনামূল্যে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। এরপর রেজিস্ট্রেশন করতে হলে লেট ফাইন দিতে হবে স্কুলগুলিকে।
আরও পড়ুন: ONGC Associate Consultant Recruitment 2025
এবছরে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় যেসব শিক্ষক-শিক্ষিকারা জড়িত থাকবেন তাদের জন্য পর্ষদ বেশ কিছু গাইডলাইন ঠিক করে দিয়েছে। সেগুলো কঠোর ভাবে মানার ওপর জোর দেওয়া হয়েছে। পর্ষদ নির্ধারিত ১১ দফা গাইডলাইনগুলি হল –
১) মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে রিপোর্টিং করতে হবে।
আরও পড়ুন: Coal India Recruitment 2025
২) পর্ষদের তরফ থেকে যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে।
৩) পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াদের উপর নজরদারী সঠিক ভাবে করতে হবে। কোনো রকম নকল করা কিংবা আপত্তিজনক কাজ করা থেকে বিরত রাখতে হবে পড়ুয়াদের। এই কাজে লিপ্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষককে।
৪) পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত সমস্ত জায়গায় নজরদারি করতে হবে। অনিয়ম রুখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে হবে।
৫) পরীক্ষা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত বৈঠকে সংশ্লিষ্ট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের যোগদান করতে হবে।
৬) পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র সঠিক ও সুরক্ষিত ভাবে বেঁধে রাখতে হবে।
৭) যে স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে না সেখানকার শিক্ষক-শিক্ষিকাদেরও পাশ্ববর্তী কিংবা পর্ষদ নির্ধারিত স্কুলে গিয়ে দায়িত্ব নিতে হবে।