RMC Apprentice Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Rajkot Municipal Corporation (RMC)-এর তরফ থেকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। Apprenticeship Act-1961 and the Chief Minister’s Apprenticeship Scheme-এর অধীনে এই নিয়োগ করা হবে। আসুন এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Rajkot Municipal Corporation (RMC)-এর তরফ থেকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস (Apprentice) হিসাবে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Airport Authority of India Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ৮২৫টি শূন্যপদ রয়েছে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের https://www.rmc.gov.in/-এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদন করার পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি “Manager, Institutional Branch, Room No. 1, Second Floor, Rajkot Municipal Corporation, Dhebarbhai Road, Rajkot-360001.” এই ঠিকানায় জমা দিতে হবে।
আরও পড়ুন: Wildlife Institute of India Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্সটি করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিন।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
অ্যাপ্রেন্টিস পদে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ১৩.০১.২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১.০১.২০২৫ তারিখ পর্যন্ত। ডকুমেন্ট সাবমিশনের শেষ দিন ০৭.০২.২০২৫।
আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? কোন দিন কী পরীক্ষা? জেনে নিন বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |
আরও পড়ুন: How To Join CBI