SBI Trade Finance Officer Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। State Bank of India (SBI)-এর তরফ থেকে Trade Finance Officer (MMGS-II) পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
State Bank of India (SBI) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Trade Finance Officer (MMGS-II) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ১৫০টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: Airport Authority of India Recruitment 2025
বেতন (Salary)
এই পদগুলিতে নিযুক্ত হওয়ার পর কর্মীদের ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা SBI এর https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-26/apply-এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন: Wildlife Institute of India Recruitment 2025
আবেদন ফি (Application Fee)
এই পদে আবেদন করার জন্য General, OBC এবং EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ ৭৫০ টাকা দিতে হবে। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা দিতে হবে না।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
SBI Bank Trade Finance Officer Recruitment 2025-এর নির্বাচন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। Certificate in Forex by IIBF থাকতে হবে। (শংসাপত্রের তারিখ 31.12.2024 সালের মধ্যে হওয়া উচিত)।
আরও পড়ুন: Madhyamik 2025: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? কোন দিন কী পরীক্ষা? জেনে নিন বিস্তারিত
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ০৩.০১.২০২৫ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৩.০১.২০২৫ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: How To Join CBI
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |
আরও পড়ুন: Coal India Recruitment 2025